দেশ বিভাগে ফিরে যান

নতুন মোড়কে মিড ডে মিল প্রকল্প! ক্ষোভ উগড়ে দিলেন বাংলার শিক্ষামন্ত্রী

September 30, 2021 | < 1 min read

চালু হতে চলেছে পিএম-পোষণ প্রকল্প। এই প্রকল্পকে অনুমোদন করল কেন্দ্রীয় ক্যাবিনেট। এই প্রকল্পের আওতায় ১১.২ লক্ষ স্কুলের পড়ুয়াকে মিড-ডে মিল দেওয়া হবে। আগামী পাঁচ বছরে এই প্রকল্পে খরচ হবে ১.৩১ লক্ষ কোটি টাকা। এদিন এই প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

পুরনো প্রকল্প নতুন মোড়কে চালু করায় কেন্দ্রীয় সরকারের তীব্র বিরোধীতা করেছে রাজ্যের শাসক দল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ বিষয়ে বলেন, ‘স্কুল পড়ুয়াদের মিড-ডে মিল প্রকল্পে নাম বদলে ‘পিএম পোষণ’ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতে কোনও নতুনত্ব নেই। ৬০:৪০ অনুপাতে খরচ কেন্দ্র ও রাজ্যের। তাহলে নতুন নাম কেন, শুধুমাত্র সমস্ত প্রকল্পে প্রধানমন্ত্রীর নাম ঢোকানোর জন্য? আমরা প্রতিবাদ করছি। বিরোধী বিভিন্ন মহল থেকে কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনা হয়েছে।’

বর্তমান মিড-ডে মিল স্কিমে অন্তর্ভুক্ত হবে পিএম-পোষণ প্রকল্পটি। এটি রাজ্য সরকারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পরিচালিত হবে। ১৯৯৫ সালের ১৫ অগাস্ট স্কুল পড়ুয়াদের জন্য তৎকালীন কেন্দ্রীয় সরকার চালু করে মিড-ডে মিল প্রকল্প। তখন প্রধানমন্ত্রী ছিলেন নরসিংহ রাও। সেই প্রকল্পেরই মোড়ক বদল করে বুধবার ‘পিএম-পোষণ অভিযান’ বা প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প শুরু করল মোদী সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#mid Day Meal, #Bratya Basu

আরো দেখুন