আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট খেলতে নামবেন মিতালিরা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলে ঐতিহাসিক দিন-রাতের টেস্টে নামার আগে ভারতীয় দলকে সমস্যায় ফেলছে অনুশীলনের অভাব। সফরের তৃতীয় একদিনের ম্যাচ শেষ হয়েছে রবিবার। সোমবার ছিল বিশ্রাম। ফলে, গোলাপি বলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মাত্র দু’টি প্র্যাকটিস সেশন পেয়েছেন মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা। তাই মেট্রিকন স্টেডিয়ামে গোলাপি বল কেমন আচরণ করবে, তা নিয়ে ধোঁয়াশা থাকছে ভারতীয় শিবিরে। তার উপর রয়েছে চোট সমস্যা। বুড়ো আঙুলের আঘাত সারিয়ে উঠতে না পারার জন্য এই ম্যাচে ভারতের প্রমীলা ব্রিগেড পাচ্ছে না অভিজ্ঞ ব্যাটার হরমনপ্রীত কৌরকে। বৃহস্পতিবার থেকে অনুষ্ঠেয় এই টেস্টই হবে গোলাপি বলে ভারতীয় মহিলাদের প্রথম অভিযান।
উল্লেখ্য, সাত বছরের বিরতির পর গত জুনে ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও টেস্ট ম্যাচ খেলেছিলেন মিতালিরা। সেই ম্যাচ ড্র হয়েছিল। কিন্তু তা ছিল লাল বলের টেস্ট। ভারতের ঘরোয়া ক্রিকেটেও লাল বলের ম্যাচে খেলার সুযোগ পান না মহিলা ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে ক্যাপ্টেন মিতালি রাজ তাই বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে ভালো পারফরম্যান্সের জন্য ঘরোয়া ক্রিকেটে এই ফরম্যাটে খেলা প্রয়োজন। যাইহোক, প্রথমবার গোলাপি বলে কোনও ম্যাচ খেলব আমরা। রাতের দিকে বলের মুভমেন্ট কেমন হয় তা দেখার অপেক্ষায় রয়েছি। তবে শুনেছি, গোধূলিতে ব্যাটিং নাকি কঠিন হয়ে ওঠে।’ ২০০৬ সালে শেষবার ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা দল পাঁচদিনের ফরম্যাটে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে খেলা ঝুলন-মিতালিকে এবার দেখা যাবে গোলাপি টেস্টেও। উল্লেখ্য, ডন ব্র্যাডম্যানের দেশে চলতি সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছেন ভারতের মেয়েরা। তবে শেষ একদিনের ম্যাচে ভারতকে জিতিয়েছিলেন ঝুলন। হয়েছিলেন ম্যাচের সেরা। তাঁকে সেই ছন্দেই দেখতে চাইছে দল। ভারতের পেস আক্রমণ অনেকটাই নির্ভর করছে ঝুলনের উপর।