রাজ্য বিভাগে ফিরে যান

রেল পুলিশের বিরুদ্ধে বাংলার হকারদের পাশে দাঁড়াল জাতীয় বাংলা সম্মেলন

October 1, 2021 | < 1 min read

আজ বালি চত্বরের রাস্তা জয় বাংলা স্লোগানে মুখরিত হল। হকারদের পাশে দাড়াল বাংলা জাতীয়তাবাদী সংগঠন জাতীয় বাংলা সম্মেলন। লকডাউন পরবর্তী সময় বাংলার হকার দের উপর কেন্দ্রীয় সরকারের রেল পুলিশ অন্যায় ভাবে জোর জুলুম করে তোলাবাজি চালাচ্ছে বলে অভিযোগ ছিল অনেক দিন ধরেই। তাদের পাশে দাঁড়াতেই এদিন মিছিল করে ওই সংগঠন। হকাররাও এদিন সম্মেলনে সামিল হন। বালির আর.পি.এফ অফিসে স্মারক লিপি জমা দেয় তারা।

‘বঙ্গীয় হকার সম্মেলন’-এর দাবি তাদের অবিলম্বে হকারির লাইসেন্স দিতে হবে এবং তাদের ওপর এই জোর জুলুম বন্ধ করতে হবে। নাহলে ভবিষ্যতে তারা তাদের এই সংগ্রাম বাংলার প্রতিটি রেল দপ্তরের সামনে নিয়ে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#hawkers, #Bangla jatiya sammelan

আরো দেখুন