রাজ্য বিভাগে ফিরে যান

বন্যা পরিস্থিতির আশঙ্কায় ৫ জেলার ডিএমকে সতর্ক থাকতে বললেন মুখ্যসচিব

October 1, 2021 | < 1 min read

বন্যা পরিস্থিতির আশঙ্কায় ৫ জেলার ডিএমকে সতর্ক থাকতে বললেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। ঝাড়খণ্ডের লাগাতার বৃষ্টির ফলে ডিভিসির ছাড়া জলে পশ্চিমবঙ্গের প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। নবান্ন সূত্রে খবর, ডিভিসির জলে ৫ জেলা – হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে।

আগামীকাল আকাশপথে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়া ও হুগলীর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান – এই তিন জেলার জন্য ৩ কলাম সেনা চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর। অন্যদিকে বীরভূম ও বাঁকুড়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

ইতিমধ্যেই ২ লক্ষ ৪৮ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। বীরভূমের হিংলো জলাধার থেকে ৪৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। বিপর্যয়ের আশঙ্কা এরইমধ্যে সতর্ক করা হয়েছে জেলার সমস্ত ব্লককে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Chief Secretary Of West Bengal, #rainfall alert, #flood alert

আরো দেখুন