রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় রং কারখানা খুলতে চলেছে জিন্দাল গোষ্ঠী, হতে পারে ৭৫০ কোটির লগ্নি

October 1, 2021 | < 1 min read

চাহিদা অনুযায়ী জোগান বাড়াতে নতুন করে রং কারখানা খুলতে চায় জেএসডব্লু পেইন্টস। তার জন্য বড় অঙ্কের বিনিয়োগ হবে। পশ্চিমবঙ্গে সেই কারখানা খোলার ইচ্ছাপ্রকাশ করল জিন্দাল গোষ্ঠী।

এমন কারখানা চালুর জন্য তারা প্রাথমিকভাবে যে রাজ্যগুলিকে অগ্রাধিকারের তালিকায় রেখেছে, সেই তালিকাতেই আছে বাংলার নাম। তবে এই বিষয়ে স্থির সিদ্ধান্তে আসতে এখনও সময় নেবে তারা। সব দিক বিবেচনা করেই লগ্নি করবে জেএসডব্লু পেইন্টস।

সংস্থার জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এ এস সুন্দরেশন বলেন, আমরা চলতি আর্থিক বছরের শেষ দিকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে নেব। তবে পশ্চিমবঙ্গের বাজারে আমরা পাকাপাকিভাবে থাকতে চাই। যে কারখানাটি গড়তে চলেছি, তা হবে আমাদের তৃতীয় রঙের কারখানা। সব মিলিয়ে ৭৫০ কোটির লগ্নি হবে বলে জানিয়েছেন এই জিন্দাল কর্তা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #investment, #jindal group, #paints

আরো দেখুন