রাজ্য বিভাগে ফিরে যান

সায়নীর তৎপরতায় উদ্ধার জলমগ্ন আসানসোলের একাধিক এলাকার দুর্গতদের

October 1, 2021 | 2 min read

টানা বৃষ্টিতে আটকে থাকা মানুষদের উদ্ধার করে তাদের নিরাপদ স্থানে থাকার ব্যবস্থা করল তৃণমূল যুব কংগ্রেস। লাগাতার বৃষ্টির জেরে আসানসোলের বেশ কিছু এলাকা জলমগ্ন। মানুষ আটকে পড়েছে। এমন বিপর্যয়ের মধ্যে তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে থাকার ব্যবস্থা করলেন।

এই কাজের জন্য তৃণমূল যুব সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সায়নী ঘোষ। এছাড়াও তিনি বলেছেন, “প্রথমে আমি তাদের ধন্যবাদ জানাতে চাই যারা আসানসোলের বন্যার গুরুতর পরিস্থিতি আমাকে জানিয়েছেন। আমাদের তৃণমূল যুব কংগ্রেসের টিম ইতিমধ্যেই ত্রাণ দেওয়ার কাজ শুরু করেছে। ডিএম স্যারের সঙ্গে একটি কার্যকরী আলোচনা হয়েছে, উনি দ্রুত সর্বোচ্চ প্রশাসনিক শক্তি মোতায়েন করছে এবং কালিপাহাড়ি রেলগেট এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়াতে ওই এলাকায় এক ঘণ্টার মধ্যেই রেসকিউ শুরু করতে সক্ষম হওয়া উচিত।”

এদিন সায়নী আরও জানিয়েছেন, “বিদ্যুৎ সংযোগ করতে গতকাল রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আশ্বস্ত করা হয়েছে যে কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে। প্রাকৃতিক দুর্যোগ মানুষের নিয়ন্ত্রণের বাইরে, তবে আমাদের সরকার আসানসোলের প্রত্যেকের জন্য এই ধরনের কঠিন সময়ে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করবে। শক্ত থাকুন।”

TwitterFacebookWhatsAppEmailShare

#asansol, #Saayoni Ghosh, #help

আরো দেখুন