পুজোর মরসুমে ওটিটি-প্রেক্ষাগৃহে আসছে একঝাঁক নতুন ছবি
সে এক সময় ছিল, যখন ‘বিঞ্জ ওয়াচিং’ বস্তুটি খায়, না মাথায় দেয়, তাই জানত না লোকে! পুজোর মরসুমে একঝাঁক নতুন ছবি ভিড় করত প্রেক্ষাগৃহেI পুজো-প্যান্ডেলের ভিড় যাদের বিলকুল না-পসন্দ, তারা ভিড় জমাত নতুন ছবি দেখার লাইনেI তার পরে পছন্দের রেস্তরাঁয় পেটপুজো করে সোজা বাড়িI
কিন্তু গত বছর থেকে সে সব তো আর হচ্ছিল না। ভরসা তাই ওটিটি! এ বছর যদিও প্রেক্ষাগৃহে ছবির মুক্তি আবার চালু হয়েছে কিছু কিছু, চলছে বাংলা ‘বিনিসুতোয়’, ‘মুখোশ’ বা হিন্দি ‘বেল বটম’-এর মতো ছবিI তবে পুজো-মাস অক্টোবর জুড়ে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে নতুন রিলিজের রমরমা এ বার। চলুন, এক বার চট করে চোখ বুলিয়ে নেওয়া যাক
পয়লা তারিখেই ডিজনি প্লাস হটস্টারে আসছে ‘শিদ্দাত’I কুনাল দেশমুখ পরিচালিত এই হিন্দি ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন রাধিকা মদন, সানি কৌশল, মোহিত রায়না এবং ডায়ানা পেন্টিI রাধিকা মদনকে এ বছর এর আগেই দেখা গিয়েছে নেটফ্লিক্স-এর অ্যান্থোলজি সিরিজ ‘রে’-এর ‘স্পটলাইট’ গল্পে আর অবশ্যই ২০২০-তে ইরফান খানের সঙ্গে ‘আংরেজি মিডিয়াম’ ছবিতেI ভিকি কৌশলের ভাই সানি কৌশলকে এই ছবিতে প্রথম মুখ্য ভূমিকায় পাওয়া যাবেI প্রেম, বিচ্ছেদ, বন্ধুত্বের গল্প বলবে ‘শিদ্দাত’I
কিংবদন্তি লিয়েন্ডার পেজ-মহেশ ভূপতি টেনিস-জুটির পেশাদার জীবনের গল্প বলবে নন-ফিকশন সিরিজ ‘ব্রেক পয়েন্ট’। কী ভাবে তাঁরা সাফল্যের শিখরে উঠেছিলেন আর কেনই বা ভেঙে গিয়েছিল এমন জুটি, জানাবে এই সিরিজ। ৭ এপিসোডের সিরিজটি জি-৫ প্ল্যাটফর্মে আসছে ১ অক্টোবর। পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘দঙ্গল’-খ্যাত পরিচালক নীতেশ তিওয়ারি এবং তাঁর স্ত্রী ‘বরেলি কি বরফি’-খ্যাত পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি।
এখানেই শেষ নয়, গোটা অক্টোবর জুড়েই ওজনদার সব ছবি আর সিরিজে সরগরম থাকবে ওটিটি পাড়া। ১৫ অক্টোবর জি-৫ প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘রশ্মি রকেট’। তাপসী পান্নু অভিনীত ও আকর্ষ খুরানা পরিচালিত এই ছবিতে এক ভারতীয় মহিলা ক্রীড়াবিদের জীবন সংগ্রামের গল্প বলা হবেI একই দিনে নেটফ্লিক্স-এ আসছে ‘লিটল থিংস-৪’। ধ্রুব আর কাব্যকে নিশ্চয়ই কেউ ভুলে যাননি! ইউটিউবের প্রথম সিজন আর নেটফ্লিক্সের দ্বিতীয়-তৃতীয় সিজন-এ জমে উঠেছিল দু’জনের বন্ধুত্ব, ভালবাসা, একসঙ্গে থাকা আর ঝগড়াঝাঁটি। এ বারেই নাকি সেই গল্প শেষ হয়ে যাবে চতুর্থ সিজনেI কী থাকবে ধ্রুব-কাব্য’র গল্পের শেষে, জানতে গেলে অপেক্ষা করতে হবে আর দু’সপ্তাহ।
১৬ অক্টোবর আমাজন প্রাইম-এ মুক্তি পাচ্ছে ‘সর্দার উধম’। পরিচালক সুজিত সরকার এবং অভিনেতা ভিকি কৌশলের এই নতুন জুটির দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন দর্শকরা। ইতিমধ্যেই ট্রেলার মুক্তি পেয়েছে এবং সকলের প্রশংসাও পেয়েছেI ১৯১৯ সালের জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের হোতা জেনারেল ডায়ারকে লন্ডনে গিয়ে হত্যা করেছিলেন সর্দার উধম সিংহ। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটেই এই ছবি ‘সর্দার উধম’।
এ তো গেল নানা রকম হিন্দি ওটিটি রিলিজের কথা। অক্টোবর মাসে প্রেক্ষাগৃহে বেশ কয়েকটি বাংলা ছবিও মুক্তি পেতে চলেছেI ১০ অক্টোবর একসঙ্গে মুক্তি পাবে তিনিটি ছবি, দেব-অভিনীত ‘গোলন্দাজ’, পরমব্রত-কোয়েলের ‘বনি’ আর জিৎ-অভিনীত ‘বাজি’। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী-র জীবন নিয়ে তৈরী ছবি ‘গোলন্দাজ’ ঘিরে বাঙালি দর্শকের আগ্রহ তুঙ্গে। এ বার শুধু দেখার, নিউ-নরমাল পুজোর মরসুমে কতটা হলমুখী হন দর্শকরাI না হলেও ‘বিঞ্জ ওয়াচিং’ তো রইলই হাতে…