দেশ বিভাগে ফিরে যান

পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় দেশের শীর্ষে ‘ডবল ইঞ্জিন’ বিহার

October 3, 2021 | < 1 min read

বিজেপির ‘সুশাসন’-এর আরও এক নমুনা ধরা পড়ল কেন্দ্রীয় সরকারেরই ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর (এনসিআরবি) পরিসংখ্যানে। পুলিস কর্মী ও আধিকারিকদের উপর হামলা ও মারধরের ঘটনায় বর্তমানে দেশে শীর্ষস্থানে রয়েছে বিজেপি ও তার জোটসঙ্গী জেডিইউ শাসিত বিহার। পুলিস কর্মীদের মারধরের ঘটনার সংখ্যা এবং সেই হামলার শিকারের সংখ্যা—দু’দিক থেকেই শীর্ষস্থানে রয়েছে বিহার। হামলার ঘটনার দিক থেকে ঠিক দু’নম্বরেই রয়েছে আর এক বিজেপি শাসিত রাজ্য কর্ণাটক। অন্যদিকে হামলার শিকার বা ‘ভিকটিম’-এর সংখ্যার দিক থেকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ—প্রথম চারের তিনটিই বিজেপি শাসিত রাজ্য। বিহার ছাড়া বাকি দু’টি রাজ্য হল যথাক্রমে গুজরাত (তৃতীয়) ও কর্ণাটক (চতুর্থ)। অন্যদিকে পুলিসের উপর হামলার ঘটনার সংখ্যার দিক কর্ণাটকের পরই রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র এবং কেরল। 


এনসিআরবি সূত্রের খবর, ২০২০ সালের রিপোর্ট অনুযায়ী, বিহারে পুলিসের উপর সর্বোচ্চ ৭৭টি হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার হয়েছেন ১৯৫ জন পুলিসকর্মী ও আধিকারিক। মহারাষ্ট্রে হামলা হয়েছে ৬২টি। ঘটনার শিকার হয়েছেন ৭৮ জন। গুজরাতে হামলা হয়েছে ৫০টি। ঘটনার শিকার হয়েছেন ৫৯ জন। কর্ণাটকে হামলার ঘটনা ঘটেছে ৪৬টি এবং তার শিকার হয়েছেন ৭৯ জন। সেদিক থেকে পশ্চিমবঙ্গে পুলিসকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে ২১টি এবং হামলার শিকার পুলিসের সংখ্যা ৩৯। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Bihar, #NCRB Report

আরো দেখুন