খেলা বিভাগে ফিরে যান

সানরাইজার্সকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফে খেলার রাস্তা মজবুত করলো কেকেআর

October 3, 2021 | < 1 min read

ছবি সৌজন্যে: আইপিএল

সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফে খেলার রাস্তা মজবুত করলো কলকাতা নাইট রাইডার্স।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় তাদের কাছে এটা ছিল নিছক নিয়মরক্ষর ম্যাচ। তবে শেষ চারের দৌড়ে টিকে থাকতে কেকেআরকে জিততেই হত এই ম্যাচটি।

টস জিতে হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামনসন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, টস হেরে শুরুতে বোলিং কলকাতার। কিন্তু নাইট রাডার্সদের আঁটোসাঁটো বোলিংয়ে আট উইকেট হারিয়ে ১১৫ রানেই শেষ হায়দ্রাবাদের ইনিংস।

এরপর ব্যাট করতে নেমে আসতে আসতে লক্ষ্যের দিকে এগিয়ে যায় কেকেআর। ৫৭ রান করে দলকে এগিয়ে দেন শুভমন গিল। শেষ ওভারে ৩ রান দরকার ছিল জেতার জন্য। দীনেশ কার্তিক আর ক্যাপ্টেন ইয়ং মরগ্যান ঠান্ডা মাথায় দু বল বাকি থাকতে সেই রান তুলে নেন। শেষ পর্যন্ত কেকেআরের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৯৯ রান।

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL, #KKR, #SRH

আরো দেখুন