রাজ্য বিভাগে ফিরে যান

বিপাকে কৈলাস! বিজেপি নেতাদের বিরুদ্ধে ধর্ষণের মামলায় তাৎপর্যপূর্ণ নির্দেশ হাইকোর্টের

October 3, 2021 | < 1 min read

কৈলাস বিজয়বর্গীয় সহ কয়েকজন শীর্ষস্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে দলেরই এক নেত্রীর ধর্ষণের অভিযোগ সংক্রান্ত মামলা চাঞ্চল্যকর মোড় নিল। ওই নেত্রীর আনা অভিযোগকে ‘গ্রহণযোগ্য নয়’, ‘দেরি করে আনা অভিযোগ’ ইত্যাদি যুক্তিতে খারিজ করেছিল আলিপুর আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করেন অভিযোগকারিণী। আলিপুর আদালতের আগের রায়কে শুক্রবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরি আলিপুর আদালতকে নিজের রায়কেই পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি উচ্চ আদালতের পর্যবেক্ষণের আলোকে সাতদিনের মধ্যে ওই ঘটনায় একটি যুক্তিগ্রাহ্য রায়দান করতে বলেছেন। 

হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, এফআইআর একটি প্রাথমিক অভিযোগ। তার বিরুদ্ধে আদালতে বাদী ও বিবাদী দুই পক্ষেরই বলার অধিকার আছে। তাছাড়া সুপ্রিম কোর্টও ললিতা কুমারী মামলায় পুলিসকে তদন্তের নির্দেশ না দিয়ে, স্রেফ দেরিতে অভিযোগ করেছেন বলে তাঁর অভিযোগপত্র খারিজ করে দেয়নি। তাছাড়া ধর্ষণের মতো গুরুতর অভিযোগে সামাজিক সম্মানহানি, ভীতি প্রদর্শন সহ নানা কারণে দেরি হতেই পারে। টাকা ও ক্ষমতার জোরের বিরুদ্ধে লড়াই করার মতো অভিযোগকারিণীর মনের জোর সে সময় নাও হতে পারে। এইসব নানা কারণে এফআইআর করতে দেরি হতেই পারে। এদিকে বিজেপি’র দাবি, কৈলাসজি সহ যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা আইনি পথেই এই অভিযোগের মোকাবিলা করবেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Kailash Vijabargiya

আরো দেখুন