দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

রাস্তায় পড়ে থাকা অসুস্থ মহিলাকে হাসপাতাল নিয়ে গেলেন বিধায়ক

October 3, 2021 | < 1 min read

রাস্তার পাশে এক মহিলাকে পড়ে থাকতে দেখে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেন বড়ঞার বিধায়ক তৃণমূলের জীবনকৃষ্ণ সাহা। শনিবারের ওই ঘটনা ঘটেছে কান্দি থানার কলাবাগানের কাছে। নারায়ণী দাস নামে ওই মহিলাকে বিধায়ক নিজের গাড়িতে তুলে নিয়ে গিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জীবনবাবু দলীয় কাজের জন্য বহরমপুর যাচ্ছিলেন। তিনি বহরমপুর-সাঁইথিয়া রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় কলাবাগানের কাছে লক্ষ্য করেন এক মহিলা রাস্তার পাশে পড়ে রয়েছেন। আর তাঁকে ঘিরে রয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তা দেখে বিধায়ক গাড়ি থেকে নেমে সেখানে যান। এরপর বছর ৪৫-এর ওই মহিলার বাড়ি কান্দি থানার জীবন্তি গ্রামে বলে জানতে পারেন। বাসিন্দাদের সাহায্যে তিনি ওই মহিলাকে নিজের গাড়িতে তুলে নিয়ে সোজা বহরমপুরের দিকে রওনা দেন। এরপর সেখানে হাসপাতালে ভর্তি করার পর মহিলার বাড়িতেও খবর পাঠান।

এবিষয়ে জীবনবাবু বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় মহিলাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখি। উনি গ্রামে গ্রামে মাছ বিক্রি করেন। কোনও কারণে অসুস্থ হয়ে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাঁকে হাসপাতালে নিয়ে যাই। এটা আমার কর্তব্য বলেই মনে হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jiban Krishna Saha

আরো দেখুন