খেলা বিভাগে ফিরে যান

আইপিএলে পঞ্জাবকে ৬ রানে হারাল আরসিবি

October 3, 2021 | < 1 min read

রবিবার আইপিএলে জয় পেল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন পঞ্জাব হিংসার বিরুদ্ধে ৬ রানে জিতল বিরাট কোহলির দল। এই জয়ের ফলে কার্যত প্লে অফের তা নিশ্চিত করল আরসিবি।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান করে বিরাট বাহিনী। আরসিবির হয়ে অর্ধশত রান করেন ম্যাক্সওয়েল। ৫৭ রান করেন তিনি। ৪০ রান করেন দেব দত্ত পাডিক্কল। ২৫ করেন অধিনায়ক কোহলি। ২৩ রান করেন ডিভিলিয়ার্স। পঞ্জাবের হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ শামী এবং হেনরিকুইস।

জবাবে ব্যাট করতে নেমে ১৫৮ রানে গুটিয়ে যায় পঞ্জাব। পঞ্জাবের ভেলোর আই চালান ময়ঙ্ক আগরওয়াল ও অধিনায়ক কে এল রাহুল। ৫৭ রান করেন ময়ঙ্ক। ৩৯ রান করেন রাহুল। আরসিবির হয়ে তিন উইকেট নেন চাহাল। একটি করে উইকেট নেন জর্জ গার্টন এবং শাহবাজ আহমেদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#rcb, #Punjab Kings, #IPL

আরো দেখুন