← দেশ বিভাগে ফিরে যান
লখিমপুরের খেরির ঘটনায় নিন্দা মমতার, কাল উত্তরপ্রদেশ যাচ্ছে ৫ সংসদের প্রতিনিধি দল
আজ উত্তরপ্রদেশে লখিমপুরের খেরিতে বিক্ষোভরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র গাড়ি চালিয়ে দেয় বলে অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় তিন কৃষকের মৃত্যু হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিঁ জানান নিহত কৃষকের পরিবারের সঙ্গে দেখা জন্য পাঁচ সদস্যের একটি সাংসদ দল আগামীকাল লখিমপুরের খেরিতে যাবে।
মুখ্যমন্ত্রী জানান কৃষকদের সঙ্গে সবসময় নিঃশর্তভাবে তৃণমূল কংগ্রেস পাশে থাকবে।