সারদা মামলায় স্থায়ী জামিন পেলেন কুণাল ঘোষ
সারদা মামলায় স্থায়ী জামিন পেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোমবার তিনি নিজেই টুইটারে এ কথা জানিয়েছেন।
কুণাল লিখেছেন, ‘ইডি-র সারদা মামলায় বিশেষ সিবিআই আদালত আমাকে স্থায়ী জামিন দিয়েছে। আগে এটি অন্তর্বর্তী জামিন ছিল। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আমার স্থায়ী জামিনের জন্য আবেদন করেছিলেন। ইডি -র প্রতিনিধিত্ব করেছিলেন অভিজিৎ ভদ্র। শুনানি শেষে বিচারক অনুপম মুখোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন।’ টুইটের তলায় কুণাল লিখেছেন, ‘জয় মা’!
গত ১৯ সেপ্টেম্বর বিশেষ আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন সারদা দুর্নীতি মামলায় অভিযুক্ত কুণাল। কেন্দ্রীয় সংস্থার তরফে ‘প্রভাবশালী’ তত্ত্ব খাড়া করে তাঁর জামিনের বিরোধিতা হয়। তবে বিচারক ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কুণালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। আদালতের তরফে জানানো হয়েছে, পরবর্তী কালে তদন্তের স্বার্থে যদি কুণালকে ডাকা হয়, তবে তাঁকে অবশ্যই উপস্থিত হতে হবে এবং সব রকম সহযোগিতা করতে হবে।