দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

করোনা মিটলেই লাগু হবে সিএএ, আবার দাবি শান্তনু ঠাকুরের

October 6, 2021 | < 1 min read

করোনা পরিস্থিতি মিটলেই CAA লাগু করবে কেন্দ্রীয় সরকার। বুধবার বসিরহাটে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে এমনই দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ ও স্থলবন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সঙ্গে তাঁর দাবি, তৃণমূলের সন্ত্রাসে বিজেপি ছাড়ছেন নেতা-কর্মীরা। তৃণমূল সন্ত্রাস বন্ধ করলে বোঝা যাবে কার কত দম।

এদিন শান্তনুবাবু বলেন, ‘কেন্দ্রীয় সরকার ইছামতি নদী সংস্কার করতে চায়। ইছামতিতে বন্দর গড়ার পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের।’ এদিন CAA নিয়ে ফের দলীয় কর্মীদের আশ্বস্ত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি মিটলেই CAA লাগু করবে কেন্দ্র।’ সঙ্গে তাঁর দাবি, তাজপুর বন্দর সংস্কার করতে চায় কেন্দ্রীয় সরকার। কিন্তু অনুমতি দিচ্ছে না রাজ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#Shantanu thakur, #CAA

আরো দেখুন