রাজ্য বিভাগে ফিরে যান

জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে অন্য রূপে ধরা দিলেন মুখ্যমন্ত্রী

October 6, 2021 | < 1 min read

মহালয়ায় নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল অন্য মেজাজে। নিজের গাওয়া অ্যালবাম প্রকাশ করলেন। গাইলেন গানও। সেই সময় তাঁর সঙ্গে গলা মেলান বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেন। মুখ্যমন্ত্রী নিজেই বাজালেন সিন্থেসাইজার।

মহালয়ার দিন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশিত হল। অনুষ্ঠান মঞ্চ থেকেই পুজোর অ্যালবাম প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘জননী’ অ্যালবামের আটটি গানই মুখ্যমন্ত্রীর লেখা। থিম ‘নারীশক্তি’। গানের মাধ্যমে নারীশক্তির জয়গানই করেছেন মুখ্যমন্ত্রী। প্রতিবারই এই গানগুলি লেখেন তিনি। সুরও করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু এবারের উপরি পাওনা হল এই অ্যালবামে একটি গান গেয়েছেন মমতা স্বয়ং।

ভবানীপুর উপনির্বাচন ছিল গত ৩০ সেপ্টেম্বর। তার ঠিক আগের দিন রাতে আচমকাই ইন্দ্রনীল সেনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নচিকেতাও ছিলেন সেখানে। ওই রাতেই ঘণ্টাখানেক গান এবং সুর নিয়ে আলোচনা হয় তাঁদের। রেওয়াজও করেন তিনি।

বুধবার নেতাজি ইন্ডোরে অ্যালবাম প্রকাশের পাশাপাশি বাংলা গানের উন্নতিতে দীপাবলির পর বৈঠকে বসার কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jago Bangla

আরো দেখুন