জল্পনা উস্কে তৃণমূলের সঙ্গে বৈঠক বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর
বিজেপিতে ভাঙ্গন অব্যাহত। এবার শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ঘুরে আসতে চলেছেন বলে জল্পনার ছড়ালো বাংলার রাজনীতিতে।বিজেপির টিকিটে বিধায়কও হয়েছেন। এবার সেই মিহির গোস্বামীর (Mihir Goswami) তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা শুরু হয়েছে উত্তরবঙ্গে। বুধবারই বিজেপি বিধায়কের বাড়ি যান তৃণমূলের কোচবিহারের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন (Girindra Nath Barman)। বেশ কিছুক্ষণ মিহিরের সঙ্গে কথা বলেন তিনি। তারপর থেকেই মিহিরের শাসক দলে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা শুরু হয়েছে।
মিহিরের সঙ্গে দেখা করার পর গিরীন্দ্রনাথ বর্মন জানিয়েছেন, “আমরা দীর্ঘদিনের সহকর্মী। মিহিরদা আমার কাছে শ্রদ্ধেয় ব্যক্তি। তাঁকে মহালয়ার শুভেচ্ছা জানাতে এসেছি। দলের জেলা সভাপতি হওয়ার পর আসতে পারিনি। তাঁর পরামর্শ ও আশীর্বাদ নিতে এসেছি।” মিহিরবাবুর বক্তব্যও একই রকম। তিনি বলছেন, তৃণমূল জেলা সভাপতি আমার সঙ্গে শুধুই দেখা করতে এসেছিলেন। কোনও রাজনীতির কথা বলতে না। এর মধ্যে সৌজন্য ছাড়া আর কিছুই নেই।