আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

হঠাত্ই বদলি আইএসআই প্রধান, জল্পনা কারণ নিয়ে

October 7, 2021 | < 1 min read

হঠাত্ই বদলি করা হল পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে। তাঁকে পেশোয়ার কোর কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু, কী কারণে তাঁকে সরিয়ে দেওয়া হল সে ব্যাপারে কোনও ব্যাখ্যা দেয়নি ইমরান খান সরকার। তথ্যভিজ্ঞ মহলের মতে, আফগানিস্তানে তালিবান শাসন শুরু হতেই এই কোরের গুরুত্ব অনেকটাই বেড়েছে। তাই সীমান্ত লাগোয়া এই এলাকার দায়িত্ব সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার ঘনিষ্ঠ ফয়েজকে পাঠানো হল। আইএসআই প্রধান হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুম। এর আগে পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্টে ছিলেন নাদিম। কোয়েটার স্টাফ কলেজ এবং কমান্ডের কমান্ডান্টের দায়িত্বও পালন করেছেন তিনি। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, নাদিমের ঠান্ডা মাথা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য সহকর্মীরা তাঁকে বিশেষ সমীহ করে চলে।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর আইএসআইয়ের হয়ে কাজ করার পর ২০১৯ সালে ১৬ জুন ফয়েজকে পাক গুপ্তচর সংস্থার মাথায় বসানো হয়। সেই সময় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত চাপের মুখে ছিল পাকিস্তান সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#pakistan, #ISI

আরো দেখুন