খেলা বিভাগে ফিরে যান

৮৬ রানে রাজস্থান বধ, প্লে অফের রাস্তা অনেকটাই পরিষ্কার কেকেআরের

October 7, 2021 | < 1 min read

শারজায় আইপিএল ২০২১-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের আশা জিইয়ে রাখতে দু’দলের কাছেই এই ম্যাচটি জেতা খুবই জরুরি ছিল। সেই ম্যাচ ৮৬ রানে জিতল কলকাতা নাইট রাইডার্স।

কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭১ রান তোলে। মরিসের শেষ ওভারে ১৬ রান ওঠে। ১টি ছক্কা মারেন মর্গ্যান। তিনি ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। দীনেশ কার্তিক ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৪ রান করে নট-আউট থেকে যান। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ রান করে বোল্ড হন বেঙ্কটেশ আইয়ার। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৬ রান করেন শুভমন গিল। জয়ের জন্য রাজস্থানের দরকার ছিল ১৭২।

টসে জিতে নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছিল রাজস্থান, কিন্তু রান করতে গিয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসনকে ফিরিয়ে বোলিংয়ে দুর্দান্ত শুরু কেকেআর-এর। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১টি উইকেট নেন বরুন চক্রবর্তী। ৪ উইকেট নিয়ে রাজস্থানকে ছারখার করে দেন শিভম মাভি। রাজস্থানের পক্ষে এক মাত্র রাহুল তেওয়াটিয়াই রুখে দাঁড়াতে পারেন তিনি করেন ৪৪ রান। মাত্র ৮৫ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। কেকেআর ৮৬ রানে ম্যাচ জিতে প্লেঅফে যাওয়ার রাস্তা পরিষ্কার করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#indian premier league, #Rajasthan Royals, #Play off, #Kolkata Knight Riders

আরো দেখুন