উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পুজোয় উত্তরবঙ্গে আবহাওয়া থাকবে অনুকূল, আশার বাণী শোনাল আবহাওয়া দপ্তর

October 7, 2021 | < 1 min read

পুজোর ক’দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে না বৃষ্টির ভ্রুকুটি। বরঞ্চ মনোরম আবহাওয়া থাকতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দিনের বেলায় জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদহ জেলায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি থাকলেও, বিকেল থেকে তাপমাত্রা কিছুটা নামবে। জলপাইগুড়ি ও শিলিগুড়ির ক্ষেত্রে সন্ধ্যার পর ২৪ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে তাপমাত্রা। সিকিমের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা বুধবার জানিয়েছেন, ৮ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত থাকার ফলে বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #Weather forecast

আরো দেখুন