রাজ্য বিভাগে ফিরে যান

বন্যা কবলিত উদয়নারায়ণপুর-আমতায় পানীয় জলের সমস্যা মেটাতে তৎপর প্রশাসন

October 8, 2021 | 2 min read

ডিভিসির ছাড়া জলে উদয়নারায়ণপুর ও আমতা ২ নং ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত প্লাবিত হয়েছে। এর জেরে দোকান, বাজারহাট, রাস্তাঘাটের পাশাপাশি পানীয় জলের কলও জলের তলায় চলে যায়। ফলে সমস্যায় পড়েন বন্যা কবলিত এলাকার মানুষ। যদিও বন্যার জল দু’টি ব্লকে ঢোকার পরপরই পানীয় জলের সমস্যা মেটাতে তৎপর হয় জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। দ্রুত এলাকায় পৌঁছে গিয়েছিল দপ্তরের পানীয় জলের পাউচ তৈরির মেশিন। তারপর থেকে ক্রমাগত বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে পানীয় জলের পাউচ।

গত বৃহস্পতিবার ডিভিসি দফায় দফায় জল ছাড়ার ফলে রাত থেকেই ডুবতে শুরু করেছিল উদয়নারায়পুর। পাশাপাশি আমতা ২নং ব্লকেও শুক্রবার বিকেল থেকে জল ঢুকতে শুরু করেছিল। ব্লকের দীপাঞ্চল বলে পরিচিত ভাটোরা, ঘোড়াবেড়িয়া-চিৎনান গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি থলিয়া, ঝামটিয়া, অমরাগোড়ি, বিনোলাকৃষ্ণবাটী গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলের তলায় চলে গিয়েছিল। বন্যার জল ঢোকার ছ’দিন পর কয়েকটি এলাকা থেকে ধীরে ধীরে জল নামতে শুরু করলেও এখনও বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন থাকায় মানুষের দুর্ভোগ কমেনি। বিশেষ করে জলমগ্ন এইসব গ্রামে এখন পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। যদিও প্রথমদিন থেকেই এলাকায় পানীয় জলের পাউচ তৈরির মেশিন পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। প্রশাসন সূত্রে খবর, প্রতিদিন লক্ষাধিক পানীয় জলের পাউচ তৈরি করে জলমগ্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। যেসব এলাকায় সড়ক পথে যাওয়া যাচ্ছে না, সেইসব এলাকায় নৌকায় করে জলের পাউচ পাঠানো হচ্ছে। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান, কয়েকটি এলাকা এখনও জলমগ্ন থাকায় সেইসব এলাকায় পানীয় জলের সমস্যা একটু বেশি। জলের পাউচ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে। যেসব জায়গা থেকে জল নেমে গিয়েছে, সেইসব এলাকার পানীয় জলের কলগুলি জীবাণুমুক্ত করার কাজ চলছে। বন্যা কবলিত এলাকায় পানীয় জলের পাউচ সরবরাহ প্রসঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রথমদিন থেকেই উদয়নারায়ণপুর ও আমতা ২ নং ব্লকে দু’টি গাড়ি পাঠিয়ে পানীয় জলের পাউচ তৈরি করে বন্যা কবলিত এলাকায় সরবরাহ করা হচ্ছে। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, ততদিন বন্যা কবলিত এলাকায় পাউচে জল সরবরাহ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#drinking water, #Udaynarayanpur, #Amta

আরো দেখুন