কলকাতা বিভাগে ফিরে যান

দেবিপক্ষে সূচনা হল কালীঘাট স্কাইওয়াক নির্মাণ কাজের

October 8, 2021 | < 1 min read

অবশেষে বছর তিনেকের টানাপোড়েনের অবসান। শুরু হতে চলেছে কালীঘাট স্কাইওয়াকের কাজ। বৃহস্পতিবার সেই কাজের সূচনা করলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য দেবাশিস কুমার সহ অন্যান্যরা। ইতিমধ্যেই আগস্ট মাসে হকার্স কর্নার এবং ফুটপাতের দোকানদারদের কালীঘাট মন্দিরের সামনের রাস্তা থেকে হাজরা পার্কে সরানোর কাজ শেষ হয়েছে। যাতে কালীঘাট মন্দির সংলগ্ন হকারদের ব্যবসায় সমস্যা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে পুরসভা। হকার্স কর্নার হাজরা পার্কে সরানোর বিষয়ে দক্ষিণ কলকাতা জুড়ে প্রচার করে ব্যানার পোস্টার লাগিয়েছেন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৮ সালে পরিকল্পনা হয়েছিল। দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের আদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের নির্দেশে কালীঘাটেও একই ডিজাইনের ‘আকাশপথ’ তৈরি হবে। কিন্তু নানা জটিলতায় কাজ আটকে ছিল। হাজরা পার্কে ১৭৪ জন হকারের অস্থায়ী দোকানও তৈরি করে দেয় কলকাতা পুরসভা। কিন্তু তারপরেও লটারিতে বণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন কয়েকজন হকার। কালীঘাটে গিয়ে হকারদের সঙ্গে আলোচনা করেন সমস্যা মেটান ফিরহাদ হাকিম ও দেবাশিস কুমার। আগামী বছর পুজোর আগে যাতে স্কাইওয়াকের খানিকটা অংশের কাজ শেষ করে শপিংমল স্টাইলে হকার্স কর্নার করে দেওয়া যায়, সেই চেষ্টা চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#firhad hakim, #Kalighat, #Kalighat Skywalk

আরো দেখুন