বাকস্বাধীনতা রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা, নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন দুই সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ
October 8, 2021 | < 1min read
২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন দুই সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ। শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে তাঁদের নাম ঘোষণা করল নোবেল (Nobel) কমিটি। ফিলিপিন্সের নাগরিক মারিয়া ও রাশিয়ার নাগরিক দিমিত্রির পুরস্কারপ্রাপ্তির কথা জানানোর সময় নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, গণতন্ত্র ও দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত হিসেবে বাকস্বাধীনতা রক্ষার প্রয়াসে অগ্রণী ভূমিকা পালনের জন্য়ই এই পুরস্কার দেওয়া হচ্ছে তাঁদের।
BREAKING NEWS: The Norwegian Nobel Committee has decided to award the 2021 Nobel Peace Prize to Maria Ressa and Dmitry Muratov for their efforts to safeguard freedom of expression, which is a precondition for democracy and lasting peace.#NobelPrize#NobelPeacePrizepic.twitter.com/KHeGG9YOTT