বিনোদন বিভাগে ফিরে যান

পুজোয় মুক্তি পাচ্ছে কোন কোন সিনেমা? দেখে নিন এক নজরে

October 9, 2021 | 2 min read

করোনা থাবা বসেছিল বিনোদন জগতেও। গত বছর অক্টোবর মাসে সিনেমা হল, মাল্টিপ্লেক্স  খোলার অনুমতি মিলেছে। তাতেও রয়েছে কড়া নিয়মবিধি। যদিও পুজোর আগেই বিনোদনের বাজার চাঙ্গা করতে মুক্তি পাচ্ছে একাধিক সিনেমা। এক নজরে দেখে নিন দুর্গোপুজোয় অর্থাৎ ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে কোন কোন সিনেমা-

ছবি- গোলন্দাজ (Golondaaj)। প্রযোজনায় এসভিএফ। পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। অভিনয়ে দেব, ইশা সাহা সহ অন্যান্যরা।

ছবি- গোলন্দাজ (Golondaaj)। প্রযোজনায় এসভিএফ। পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। অভিনয়ে দেব, ইশা সাহা সহ অন্যান্যরা।

ছবি- বাজি (Baazi)। প্রযোজনায় গ্রাসরুট এন্টারটেইনমেন্ট ও জিৎস ফিল্মওয়ার্কস। পরিচালনার দায়িত্বে অংশুমান প্রত্যুষ। অভিনয়ে জিৎ এবং মিমি চক্রবর্তী।

ছবি- বাজি (Baazi)। প্রযোজনায় গ্রাসরুট এন্টারটেইনমেন্ট ও জিৎস ফিল্মওয়ার্কস। পরিচালনার দায়িত্বে অংশুমান প্রত্যুষ। অভিনয়ে জিৎ এবং মিমি চক্রবর্তী।

ছবি- বনি (Bony)। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। পরিচালনায় পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় নিজে এবং কোয়েল মল্লিক।

ছবি- বনি (Bony)। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। পরিচালনায় পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় নিজে এবং কোয়েল মল্লিক।

ছবি- এফআইআর (FIR)। প্রযোজনায় শেডো ফিল্ম, রোডশো ফিল্মস ও আরটি নেটওয়ার্ক। ছবির পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। অভিনয়ে অঙ্কুশ, ঋতাভরী চক্রবর্তী, বনি সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়।

ছবি- এফআইআর (FIR)। প্রযোজনায় শেডো ফিল্ম, রোডশো ফিল্মস ও আরটি নেটওয়ার্ক। ছবির পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। অভিনয়ে অঙ্কুশ, ঋতাভরী চক্রবর্তী, বনি সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়।

ছবির নাম- হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী (Hobu Chandra Raja Gobu Chandra Mantri)   প্রযোজনায় দেব এন্টারটেইনমেইন ভেঞ্চারস। পরিচালকের আসনে অনিকেত চট্টোপাধ্যায়। অভিনয়ে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ।

ছবির নাম- হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী (Hobu Chandra Raja Gobu Chandra Mantri)   প্রযোজনায় দেব এন্টারটেইনমেইন ভেঞ্চারস। পরিচালকের আসনে অনিকেত চট্টোপাধ্যায়। অভিনয়ে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ।

ছবি- ষড়রিপু ২ জতুগৃহ (Shororipu 2 Jotugriha)। প্রযোজনায় ক্যামেলিয়া প্রোডাকশনস প্রাইভেট লিমিটেট ও রূপা দত্ত। পরিচালনায় অয়ন চক্রবর্তী। অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, শাশ্বত চক্রবর্তী, অরুণিমা ঘোষ, দর্শনা ভৌমিক সহ আরও অন্যান্যরা।

ছবি- ষড়রিপু ২ জতুগৃহ (Shororipu 2 Jotugriha)। প্রযোজনায় ক্যামেলিয়া প্রোডাকশনস প্রাইভেট লিমিটেট ও রূপা দত্ত। পরিচালনায় অয়ন চক্রবর্তী। অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, শাশ্বত চক্রবর্তী, অরুণিমা ঘোষ, দর্শনা ভৌমিক সহ আরও অন্যান্যরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #Durga Puja 2021, #Bengali Movies

আরো দেখুন