লখিমপুর: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মৃত সাংবাদিকের পরিবারের
লখিমপুর খেরিতে গত রবিবারের হিংসায় মৃত্যু হয়েছে রামন কাশ্যপ নামে সাংবাদিকেরও। নিহত সাংবাদিকের পরিবারের দাবি, থানায় অভিযোগ জানানো সত্ত্বেও পুলিস এখনও কোনও এফআইআর করেনি। হাতে আসেনি ময়নাতদন্তের রিপোর্টের কপিও।
কাশ্যপের মৃত্যু কীভাবে হল, তা নিয়ে পুলিস মুখে কুলুপ এঁটেছে। পুলিস মুখ না খুললেও পরিবারের দাবি, মন্ত্রীর ছেলের কনভয়ই পিষে দিয়ে যায় কাশ্যপকে। তাঁর নিথর শরীরে গাড়ির চাকার দাগ ছিল। কাশ্যপের ভাই পবন বলেন, মাথা বেচে দেওয়া কিছু চ্যানেল ঘটনা অন্যভাবে তুলে ধরার চেষ্টা করছে। ভাইরাল হওয়া ভিডিওতেই দেখা যাচ্ছে, বেপরোয়া গাড়িতে কীভাবে প্রতিবাদীদের পিষে দেওয়া হচ্ছে। দাদার দেহেও চাকার দাগ ছিল। মন্ত্রীর ছেলের গাড়িতে পিষের দাদার মৃত্যু হয়েছে। এবিষয়ে কোনও সন্দেহ নেই।
নিহত সাংবাদিকের বাবা রামদুলারে কাপ্যশ পেশায় কৃষক। গত সোমবার তিনি নিঘাসান থানায় লিখিত অভিযোগ করেন। সেখানে বলা হয়েছে, মন্ত্রীর ছেলের গাড়িতে পিষ্ট হয়েই ছেলের মৃত্যু হয়েছে। কিন্তু লিখিত অভিযোগের এতদিন পরও কেন এফআইআর দায়ের হল না? নিঘাসান থানার এসএইচও রাম লখন বলেন, অভিযোগটি তিখুনিয়া থানায় ফরওয়ার্ড করা হয়েছে। সেখানেই এই ঘটনার পরবর্তী তদন্ত হবে। ব্যবস্থা নেবে তিখুনিয়া থানাই।