বাগনানের চমক জীবন্ত দুর্গা এবং অসুর
এক ঝলক দেখলে মনে হবে কষ্টিপাথরের দেবী মূর্তি। দুর্গা ত্রিশূল দিয়ে অসুর বধ করছেন। কিন্তু একটু কাছে গিয়ে ভালো করে লক্ষ করলে বোঝা যাবে, দুর্গা এবং অসুর, দু’জনেই আসলে মডেল। মহালয়ার আগে দুই মডেলকে এমন আগমনি মেক আপে সাজিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন বাগনানের বাঁটুল গ্রামের সুশান্ত দাস। বাঁশ, কাঠ, থার্মকলের পাশাপাশি বিভিন্ন ধরনের রংকে কাজে লাগিয়ে সুশান্ত দাসের হাতে তৈরি এই দেবী মূর্তি ইতিমধ্যে সাড়া ফেলছে এলাকায়। ছোটবেলা থেকেই আঁকা শুরু সুশান্তের। পরবর্তী সময় এই আঁকাই তাঁকে একজন সফল মেক আপ আর্টিস্ট হিসেবে সমাজে পরিচিতি দেয়। নিজের বিউটি পার্লারের পাশাপাশি একটি অ্যাকাডেমিতে ২০০ ছাত্রছাত্রীকে মেকআপের কাজ শেখান। কথা প্রসঙ্গে তিনি জানান, এর আগে বিভিন্ন ধরনের মেক আপ করে জাতীয়, আন্তর্জাতিক স্তরে প্রংশসার পাশাপাশি পুরস্কারও পেয়েছেন। মহালয়ার আগে নতুন কিছু করে দেখানোর নেশায় এই মূর্তি সাজানোর পরিকল্পনা। তবে শুধু মহালয়ার আগে নয়, এরপর কালীপুজোর পাশাপাশি অন্যান্য পুজোতেও মডেলদের এইরকমভাবে সাজানোর পরিকল্পনা আছে বলে জানান সুশান্তবাবু।