খেলা বিভাগে ফিরে যান

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘বল অব দ্য সেঞ্চুরি’ বিশ্বজুড়ে প্রশংসা ভারতীয় মহিলা ক্রিকেটারের

October 10, 2021 | < 1 min read

শিরোনামে ভারতীয় মহিলা দলের পেসার। একেবারে অস্ট্রেলিয়ার (Australia) কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের সঙ্গে তুলনা শুরু হয়েছে তাঁর। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অ্যালিসা হেলিকে যে বলে আউট করেছেন ভারতীয় (India) পেসার শিখা পাণ্ডে, সেই নিয়েই যাবতীয় হইচই। এমনকী সেই বলটিকে ‘বল অব দ্য সেঞ্চুরি’ও বলা হচ্ছে।

সিরিজে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছে ভারতের মহিলা দল। তবে ম্যাচ ছাপিয়েও আলোচনার কেন্দ্রে উঠে এল শিখা পান্ডের ওই বলটি। অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম ওভারেই হিলিকে ফিরিয়ে দেন শিখা। বল মাটিতে পড়ে অনেকটা ঘুরে হিলিকে সম্পূর্ণ বোকা বানিয়ে তাঁর স্টাম্প নড়িয়ে দেয়। প্রায় সঙ্গে সঙ্গেই ওই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। ওয়াসিম জাফরের মতো প্রাক্তন ক্রিকেটার একে মহিলাদের ক্রিকেটে ‘শতকের সেরা বল’ বলে আখ্যা দিয়েছেন। জাফরের টুইট, ‘শতকের সেরা বল মহিলাদের ক্রিকেটে। মাথা নীচু করে কুর্নিশ শিখা পান্ডেকে’।

ম্যাচে শনিবার টসে হেরে ব্যাট করতে হয় ভারতকে। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে হরমনপ্রীত কৌরের দল। স্মৃতি মন্ধানা (১), শেফালি বর্মা (৩), জেমাইমা রড্রিগেড (৭) কেউই বেশিক্ষণ ক্রিজে ছিলেন না। একা লড়ে যাচ্ছিলেন হরমনপ্রীতই (২৮)। শেষ দিকে পূজা বস্ত্রকরের ২৬ বলে ৩৭ রানের ইনিংসের সৌজন্যে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১১৮ তোলে ভারত।

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও খুব একটা আহামরি খেলতে পারেননি। কিন্তু বেথ মুনি (৩৪) এবং শেষ দিকে তাহলিয়া ম্যাকগ্রাথের অপরাজিত ৪২ রানের সৌজন্যে শেষ ওভারে চার উইকেট বাকি থাকতে জেতে অস্ট্রেলিয়া। কিন্তু সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে শিখার বোলিং।

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #Cricket, #Australia

আরো দেখুন