দেশ বিভাগে ফিরে যান

পুজোর মধ্যেই ১০০ কোটি করোনা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ছুঁতে চাইছে কেন্দ্র

October 11, 2021 | 2 min read

‘১০০ কোটি ডোজ সম্পূর্ণ হওয়ার মাইলফলক পুজোর মধ্যেই স্পর্শ করতে পারে দেশ। ভারতজুড়ে উদ্‌যাপন করা হবে সেই সাফল্য। অভাবনীয় এই লক্ষ্যপূরণ উৎসর্গ করা হবে কোভিড যোদ্ধাদের। সেজন্য প্রত্যেকে টিকাকরণে আরও জোর দিন।’ প্রতি রাজ্যকে এই মর্মে বার্তা দিল কেন্দ্রীয় সরকার। বাংলার কাছেও এসে পৌঁছেছে স্বাস্থ্যমন্ত্রকের এই নির্দেশিকা। টার্গেট ১৪ অক্টোবর। বাঙালি মাতবে নবমীর মাতৃবন্দনায়, আর দেশ স্পর্শ করতে পারে কোভিড মোকাবিলার এই বহুপ্রতীক্ষিত লক্ষ্য। রবিবার স্বাস্থ্যমন্ত্রক ও স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। 


রবিবার বিকেল পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ৯৫ কোটিরও বেশি দেশবাসী টিকা পেয়েছেন। তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এই ৯৫ কোটি ডোজের মধ্যে প্রথম ডোজ রয়েছে ৬৮ কোটি ২৯ লক্ষের কিছু বেশি। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৬ কোটি ৭১ লক্ষ। অর্থাৎ, আরও পাঁচ কোটি ডোজ টিকাদান সম্পূর্ণ করতে হাতে রয়েছে মাত্র চারদিন। যা সম্ভব দিনে গড়ে ১.২৫ কোটি টিকাকরণ হলেই। এদিকে সংবাদ সংস্থা সূত্রের খবর, রবিবার পর্যন্ত রাজ্যগুলিকে টিকার মোট ৯৫.৯৬ কোটি ডোজ সরবরাহ করেছে কেন্দ্র। সরকারি হিসেব বলছে, টিকার বেশ কয়েক লক্ষ ডোজ দেওয়া এখনও বাকি। রাজ্য হেলথ ডিরেক্টরেটে টিকাকরণের শীর্ষকর্তা ডাঃ অসীম দাস মালাকার বলেন, ‘কিছু ডোজ দেওয়া সবসময় বাকিই থাকে। অন্তত ১০ লক্ষ ডোজ হাতে না থাকলে পরবর্তী দিনের টিকাকরণে জোর দেওয়া যায় না।’ 

১০০ কোটির মাইলফলক স্পর্শ করতে পারলে, কোভিড টিকাকরণে রেকর্ড করবে ভারত। সামনে থাকবে শুধুমাত্র চীন। যদিও এখনও পর্যন্ত ডবল ডোজ টিকাকরণের যা অবস্থা, দু’টি ডোজ দেওয়ার হিসেবে ভারত প্রথম পাঁচ দেশের মধ্যে সবথেকে পিছিয়েই থাকবে। ফলে বিপুল জনসংখ্যার দেশে ১০০ কোটির বিশাল লক্ষ্যমাত্রা স্পর্শ করা শীঘ্রই সম্ভব হলেও, অন্তত ৭০ শতাংশ জনসংখ্যাকে সম্পূর্ণ টিকাকরণের মাধ্যমে ‘হার্ড ইমিউনিটি’ অর্জন এখনও ঢের দেরি। তাই বেলাগাম হলেই বিপদ। ঠিক একথাই বলছেন দেশের শীর্ষ চিকিৎসা গবেষণাসংস্থা আইসিএমআরের মহামারীবিদ্যার প্রধান ডাঃ সমীরণ পাণ্ডা। বলেন, ‘আমাদের আশু লক্ষ্য অন্তত ৮৫-৯০ শতাংশকে প্রথম ডোজ এবং অন্তত ৭০-৭৫ শতাংশের ডবল ডোজ টিকাকরণ। ৯৫ কোটি, ১০০ কোটি ডোজ সংখ্যাগুলি শুনতে বড় লাগলেও, শতাংশের হিসেবে অনেক পিছিয়ে আছি আমরা। তাই বেপরোয়া হলে বিপদ আসতে সময় লাগবে না। মাস্ক আবশ্যিক। মনে রাখবেন, টিকা কিন্তু করোনা সংক্রমণ আটকায় না, আটকায় সংক্রমণের কারণে পার্শ্বপ্রতিক্রিয়া ও বড় বিপদের আশঙ্কা। তাই উৎসবের আনন্দে লাফালাফি করতে গিয়ে সংক্রামিত হলে আপনার থেকে বিপদ আসতে পারে বাড়ির বড় বা ছোটদের।’ 

TwitterFacebookWhatsAppEmailShare

#Vaccination, #covid 19, #vaccine

আরো দেখুন