পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

আজ মহাষ্টমী, পঞ্জিকা অনুসারে কখন অঞ্জলির শুভ সময়? জেনে নিন

October 13, 2021 | 2 min read

পড়ে গিয়েছে অষ্টমী। আজ তো ব্যস্ততার একেবারেই অন্ত নেই। অঞ্জলি থেকে শুরু করে কুমারীপুজো এবং সন্ধিপুজো – দুর্গাপুজোর সেই মুহূ্র্তগুলির জন্যই অপেক্ষা করে বসে থাকেন আপামর বাঙালি। পঞ্জিকা অনুসারে, এবার কখন অঞ্জলির সময় পড়েছে, তা দেখে নিন একনজরে –

মহাষ্টমী (বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে)

তিথি আরম্ভ : ২৫ আশ্বিন/১২ অক্টোবর, মঙ্গলবার।

সময় : রাত ৯ টা ৪৯ মিনিট।

শ্রী শ্রী দেবীর মহাঅষ্টমীবিহিত পুজো শুরু : ভোর ৫ টা ৩০ মিনিট।

শ্রী শ্রী দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পুজো, মহাষ্টমাদি কল্পারম্ভ (পঞ্চম কল্প) এবং মহাষ্টমী কল্পারম্ভ প্রশস্তা (ষষ্ঠ কল্প) : সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে। কিন্তু বারবেলানুরোধে সকাল সকাল ৮ টা ২৯ মিনিটের মধ্যে।

তিথি শেষ : ২৬ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার।

সময় : রাত ৮ টা ৮ মিনিট।

মহাষ্টমী (গুপ্তপ্রেস পঞ্জিকা মতে)

তিথি আরম্ভ : ২৫ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার (ইংরেজি মতে রাত ১২ টার হয়ে গেলে পরদিন)।

সময় : রাত ১ টা ৪৬ মিনিট ৩৪ সেকেন্ড।

শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পুজো প্রশস্তা : সকাল ৯ টা ২৬ মিনিট ৫৫ সেকেন্ডের মধ্যে। কিন্তু কালবেলানুরোধে ৮ টা ২৮ মিনিট ৫৯ সেকেন্ডের মধ্যে।

তিথি শেষ : ২৬ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার।

সময় : রাত ১১ টা ৪৭ মিনিট ৪৯ সেকেন্ড।

বিশেষ দ্রষ্টব্য : ২৫ আশ্বিন/১৩ অক্টোবর (বুধবার) সকাল ৮ টা ২৯ মিনিট পর্যন্ত অঞ্জলির আদর্শ সময়। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অঞ্জলি হবে। কোথাও কোথাও সকাল ১০ টা ৩০ মিনিট গতে অঞ্জলি বলা হয়েছে। পুজো কমিটির ভিত্তিতেও অঞ্জলির সময় ঠিক হয়েছে। কলকাতার সিংহী পার্কে যেমন সকাল আটটায় অঞ্জলি হবে। আবার একডালিয়া এভারগ্রিনে সকাল ১১ টা থেকে বেলা ১২ টা ৩০ মিনিট পর্যন্ত অঞ্জলির সময় দেওয়া হয়েছে। তবে অঞ্জলি কখন হবে, তা একবার নিজের পাড়ার পুরোহিত বা উদ্যোক্তাদের থেকে অতি অবশ্যই জেনে নিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Anjali, #Astami, #Durga Puja 2021

আরো দেখুন