চার জেলা বাদে বঙ্গ থেকে বিদায় নিল বর্ষা
পূর্বাভাস মেনে রাজ্যের আরও কিছু এলাকা থেকে বিদায় নিল। সপ্তমীর দিন দক্ষিণবঙ্গের ৫ জেলা বাদ দিয়ে বাকি পশ্চিমবঙ্গের ওপর থেকে সরে গিয়েছে মৌসুমি বায়ু। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। অষ্টমীতে গোটা রাজ্য থেকেই বর্ষা বিদায় নেবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
ষষ্ঠীতেই পশ্চিমবঙ্গে বর্ষাবিদায়ের পালা শুরু হয়েছে বলে জানিয়েছিল হাওয়া অফিস। সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে গোটা রাজ্য থেকে বর্ষা বিদায়ের পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সেই পূর্বাভাস মেনে সপ্তমীতে রাজ্যের আরও কিছু এলাকার ওপর থেকে বর্ষা বিদায় নিয়েছে। মৌসুমি বায়ুর প্রভাব মুক্ত হয়েছে গোটা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিশাল অংশ। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাংশের ওপরে মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে।
বর্ষা সরে গিয়েছে প্রায় গোটা অসম, গোটা অরুণাচল প্রদেশ ও গোটা মিজোরামের ওপর দিয়ে।
সোমবার রাজ্যে মৌসুমি বায়ু প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছিল। এবার নির্ধারিত সময়েই রাজ্যের ওপর থেকে বিদায় নিয়েছে বর্ষা। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দুর্গাপুজোর পর রাজ্যে জারি থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি।