দেশ বিভাগে ফিরে যান

আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ

October 13, 2021 | < 1 min read

ফের অসুস্থ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। বুধবার দিল্লির এইমসের (AIIMS) কার্ডিওলজি বিভাগে ভরতি করা হল তাঁকে। জানা গিয়েছে, জ্বর এবং দুর্বলতা রয়েছে তাঁর।

গত এপ্রিলে কোভিড টিকার জোড়া ডোজ নেওয়ার পরও মারণ ভাইরাস থাবা বসিয়েছিল মনমোহন সিংয়ের শরীরে। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দিন দশেক পরই কোভিড পজিটিভ হন তিনি। একাধিক উপসর্গ নিয়ে তাঁকে ভরতি করা হয় দিল্লির এইমসে। তাঁর চিকিৎসার জন্য তৈরি হয় বিশেষ টিম। বয়স নব্বইয়ের কাছাকাছি হওয়ায় তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বেশ চিন্তাতেই ছিলেন চিকিৎসকরা। তবে গত ২৯ এপ্রিল করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ২৬ সেপ্টেম্বরই ৮৯ বছরে পা দেন তিনি। কিন্তু উৎসবের মরশুমে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটল।

কংগ্রেস নেতা প্রণব ঝা যদিও টুইট করে জানান, মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা নিয়ে অকারণ উদ্বেগ ছড়িয়েছে। তিনি স্থিতিশীল। রুটিন চেক-আপ করা হবে। তিনি কেমন আছেন, সেই সংক্রান্ত সমস্ত আপডেট দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Manmohan Singh

আরো দেখুন