দশমীর রাতে দুবাইয়ের মরুদ্যানে নাইট রাইডার্সদের বিসর্জন দিলেন ধোনি
১৯৩ রানের লক্ষ্য দেখেই ঘাবড়ে গেছিলেন নাইট রাইডার্সরা? প্রথম উইকেট পড়ার পর কার্যত আত্মসমর্পন করলেন নাইটরা, একের পর এক উইকেট ছুড়ে দিলেন দিকে। ২৭ রানে পর্যুদস্ত হতে হল নাইট রাইডার্সদের। চতুর্থ বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস।
২০১২ সালের পর আবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেবার চেন্নাইকে হারিয়েছিল কলকাতা। এবার আবার তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল জোড়া খেতাবজয়ী কলকাতা নাইট রাইডার্স।
আজ আইপিএল ফাইনালেও আন্দ্রে রাসেলকে মাঠের বাইরে রেখে কতটা ভুল করেছে কেকেআর, প্রশ্ন উঠছে । শাকিব আল হাসানের উপরেই আস্থা রেখেছিল মরগ্যান, তবে আজ ব্যাটে-বলে ব্যর্থ এই বাংলাদেশী। টস জিতে কেকেআর ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় চেন্নাইকে। ব্যাট করতে নেমে মাত্র ৬ ওভারে ৫০ রান পেরিয়ে যায় চেন্নাই। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯২ রান করে চেন্নাই। ইনিংসের শেষ বলে ৮৬ রান করে আউট হন ফ্যাফ দু’প্লেসি। মঈন আলী করেন অপরাজিত ৩৭ রান।
১৯৩ রানের বিশাল লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নামে নাইট রাইডার্সরা। ১০.৪ ওভারে হাফ-সেঞ্চুরি করা আইয়ারকে ফেরালেন শার্দুল ঠাকুর। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫০ রান করে জাদেজার হাতে ধরা পড়েন বেঙ্কটেশ। কলকাতা ৯১ রানে ১ উইকেট হারায়। এর পরেই একের পর এক উইকেট পরতে থাকে। পর পর আউট হন রানা, নারিন এবং গিল, কার্তিক এবং সাকিব। গিল অবশ্য ৫১ রান করে আউট হন। নাইট রাইডার্সদের ইনিংস শেষ হয় ১৬৫/৯-এ।