দেশ বিভাগে ফিরে যান

গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত, বিজয়া দশমীতেই খুলল দলীয় কার্যালয়

October 15, 2021 | < 1 min read

গোয়ায় মজবুত হচ্ছে তৃণমূল কংগ্রেসের (Tmc) ভিত। কংগ্রেস-সহ অন্যান্য দল থেকে হেভিওয়েট নেতারা তৃণমূলে যোগ দেওয়ার পরে, বিজয়া দশমীতে সেখানে খুলল দলীয় কার্যালয়। শুক্রবার পানাজিতে দলীয় কার্যালয় খোলা হয়। এই মুহূর্তে গোয়ায় (Goa) রয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian)।

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফ্যালেরিও (Luizinho Faleiro)-সহ একঝাঁক নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এরপর একাধিক নেতা-কর্মী অন্য দল থেকে জোড়া ফুল শিবিরে নাম লিখিয়েছেন।

বিজয়া দশমীর দিনও তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রইল। এদিন প্রাক্তন আপ নেতা ও সমাজসেবী জয়েশ শেঠ গোয়ানকর যোগ দিয়ছেন তৃণমূল কংগ্রেসে। এছাড়াও প্রাক্তন আপ নেতা ও প্রাক্তন কংগ্রেস (Congress) মুখপাত্র স্বাতী কেরকর এবং গোয়া বিজেপির মহিলা মোর্চার এক্সিকিউটিভ কমিটির প্রাক্তন সদস্য দীক্ষা তালবেনকর এদিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian) এবং লুইজিনহ ফ্যালেরিওর হাত ধরে যোগ দিয়েছেন তৃণমূলে।

সামনেই গোয়ায় বিধানসভার নির্বাচন। তার আগে যেভাবে বিজেপি, কংগ্রেস ও আপ ছেড়ে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান চলছে তাতে অশনিসংকেত দেখছে বিজেপি। এদিন পানাজিতে দলীয় কার্যালয় খোলার পর এই উৎসাহ ও উদ্দীপনা আরও বাড়বে বলে মত তৃণমূল নেতৃত্বের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Goa, #Trinamool Congress

আরো দেখুন