রাজ্য বিভাগে ফিরে যান

শোভন-বৈশাখীর সিঁদুর খেলা বিতর্কে মন্তব্য করতে নারাজ মনোজিৎ

October 16, 2021 | 2 min read

তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সেই সময়ও স্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেননি মনোজিৎ মণ্ডল। এবার শোভন-বৈশাখীর সিঁদুর খেলা বিতর্কেও ‘সংক্ষিপ্ত’ প্রতিক্রিয়া দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের স্বামী।

গতকাল থেকেই নেটপাড়ায় তুমুল হইচই। একটি বেসরকারি চ্যানেলের আয়োজিত বিজয়া দশমীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখানেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন শোভন চট্টোপাধ্যায়। মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল ছবিটি ভুয়ো। কিন্তু, পরে জানা যায় আদতে ছবিটি ভুয়ো নয়। বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমাদের কোনওদিন স্বীকৃতির অভাব ছিল না।’ এই ছবি প্রকাশ্যে আসার পরেই শোভন-বৈশাখীর দিকে নিশানা সেধেছেন রত্না পুত্র ঋষি এবং বাবা দুলাল দাস। কিন্তু, এই নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য করলেন না বৈশাখীর আইনত স্বামী মনোজিৎ মণ্ডল। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার এই প্রসঙ্গে কোনও মন্তব্য নেই। এটাই আমার প্রতিক্রিয়া।’ অর্থাৎ এই বিষয়ে কোনও বাক্যব্যয় করতে রাজি হননি মনোজিৎ মণ্ডল।

উল্লেখ্য, মনোজিৎ অন্য সম্পর্কে জড়িয়েছে, এই তথ্য সামনে রেখে বিবাহবিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে মনোজিৎ মণ্ডল সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘আমরা মিউচুয়াল ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরে আমি কিছু বলতে চাইনা। আমি সংবাদ মাধ্যমের কাছে বলিনি ডিভোর্সের কথা। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর কোনও কথা বলতে চাই না।’

এদিকে এই ভাইরাল ছবি বিতর্কে ক্ষুব্ধ শোভনপুত্র বলেছেন, ‘সিঁদুর খেলা দুর্গাপুজোয় হতেই পারে। কিন্তু, আমার একটা প্রশ্ন রয়েছে। আমাদের দেশে শরিয়ত আইন মানা হয় না। দুর্গাপুজো হিন্দুদের উৎসব। আইনত যখন শোভন চট্টোপাধ্যায় বিবাহিত, তখন তিনি কী করে এমন একজনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন যিনি অন্যের স্ত্রী এবং তাঁরও বিবাহ বিচ্ছেদ হয়নি’! ঋষি চট্টোপাধ্যায় আরও বলেন, ‘শোভন চট্টোপাধ্যায় স্নান করে বেরোনোর পর কালী পুজো করেন। তিনি যখন হিন্দু ধর্ম মানেন, তখন এত বড় আইন কী করে ভাঙেন! দুর্গাপুজোয় মহিলাকে সর্বোচ্চ শক্তি হিসেবে আরাধনা করা হয়। আমরা বলি, সব মহিলার মধ্যে দুর্গা রয়েছেন। আজ তিনি দুর্গাপুজোয় নিজের স্ত্রীকে অপমান করে অন্যের স্ত্রীকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। ইসলামেও বলা হয়েছে যদি আপনি দ্বিতীয় বিয়ে করতে চান তাহলে প্রথম স্ত্রীর অনুমতি প্রয়োজন। কিন্তু, এখানে তো উনি বেলেল্লাপনা করে বেড়াচ্ছেন।মিডিয়ার সামনে তা তা থৈ থৈ করে নাচা হচ্ছে, তাঁরা সব কিছু রোমান্টিকভাবে উপস্থাপনের চেষ্টা করছেন। কিন্তু, এতবড় আইন ভঙ্গ হল, সমাজের মানুষজনের কি প্রশ্ন তোলা উচিত নয়?’

অন্যদিকে, এই বিতর্কে শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর দুলাল দাস বলেছেন, ‘কারও কপালে সিঁদুর পরিয়ে দিলেই কি বিয়ে হয়ে যায়। ওঁরা কি স্বামী -স্ত্রী হয়ে গেল এতে! এই ধরনের মেয়েদের আর কী হবে!’

TwitterFacebookWhatsAppEmailShare

#Sovon Chatterjee, #Baishakhi Banerjee, #Monojit Mondal

আরো দেখুন