দেশ বিভাগে ফিরে যান

কৃষকদের দাবি না মেনে নিলে ক্ষমতায় ফিরবে না বিজেপি, হুঁশিয়ারি মেঘালয়ের রাজ্যপালের

October 18, 2021 | 2 min read

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে (modi government) প্রতিবাদী কৃষকদের (farmer demands) দাবিদাওয়া মেনে নেওয়ার পরামর্শ দিলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক (satyapal malik)। রাজস্থানের ঝুনুঝুনু জেলায় এক অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কৃষকদের দাবিগুলি না মানলে এই সরকার ক্ষমতায় ফিরতে পারবে না। বিজেপি নেতারা ভোটমুখী উত্তরপ্রদেশের (up villages)একাধিক গ্রামে ঢুকতে পারছেন না বলে দাবি করেন তিনি। বলেন, আমি মেরঠের। আমার এলাকায় কোনও বিজেপি নেতা কোনও গ্রামে পা রাখতে পারেন না। মেরঠ কেন, মুজফফরনগর, বাগপত-কোত্থাও ঢুকতে পারছেন না তাঁরা।

তিনি প্রয়োজনে কৃষকদের পাশে থাকতে কি পদ ছাড়বেন? মালিক জানান, তিনি চাষিদের সঙ্গে আছেন, বর্তমানে রাজ্যপাল পদ ছাড়তে না হলেও দরকারে তিনি তাও করবেন। পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ নেতা মালিক জানান, তিনি প্রতিবাদী চাষিদের হয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রত্যেকের সঙ্গে বলতে গেলে ঝগড়া করেছেন। তাঁদের বলেছেন, আপনারা ভুল করছেন, এমনটা করবেন না। মালিকের বক্তব্য, সরকার আইনগত ভাবে ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) (msp) গ্যারান্টি দিলে সমস্যা মিটে যায়। কৃষকরাও তিনটি বিলের ইস্যু আপাততঃ দূরে সরিয়ে রাখতে পারে কারণ সুপ্রিম কোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছে। একটিমাত্র বিষয় আছে, যা আপনারা করছেন না। কেন, এমএসপি ছাড়া কিচ্ছু হবে না।

তিনি প্রয়োজনে কৃষকদের পাশে থাকতে কি পদ ছাড়বেন? মালিক জানান, তিনি চাষিদের সঙ্গে আছেন, বর্তমানে রাজ্যপাল পদ ছাড়তে না হলেও দরকারে তিনি তাও করবেন। পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ নেতা মালিক জানান, তিনি প্রতিবাদী চাষিদের হয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রত্যেকের সঙ্গে বলতে গেলে ঝগড়া করেছেন। তাঁদের বলেছেন, আপনারা ভুল করছেন, এমনটা করবেন না। মালিকের বক্তব্য, সরকার আইনগত ভাবে ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) (msp) গ্যারান্টি দিলে সমস্যা মিটে যায়। কৃষকরাও তিনটি বিলের ইস্যু আপাততঃ দূরে সরিয়ে রাখতে পারে কারণ সুপ্রিম কোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছে। একটিমাত্র বিষয় আছে, যা আপনারা করছেন না। কেন, এমএসপি ছাড়া কিচ্ছু হবে না।

তবে তিনি প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে কোনও বার্তা দেবেন না, তবে ব্যক্তিগতভাবে নিজের মতামত জানাবেন, বলেন মালিক। সরকার চাইলে তিনি কেন্দ্র, কৃষকদের মধ্যে মধ্যস্থ হতে রাজি বলেও জানান মালিক। বলেন, একটাই বিষয় আছে,যাতে সমস্যা মিটবে। আপনারা এমএসপির গ্যারান্টি দিন, আমি চাষিদের বোঝাব, তিনটে কৃষি আইন যখন স্থগিত আছে, তখন এখন সরিয়ে রাখুন। ওঁদের এমএসপির গ্যারান্টি চাই, নয়তো ওঁরা শেষ হয়ে যাবেন। ওঁর চেয়ে কমে কোনও বোঝাপড়াই হবে না।

কৃষকরা এক বছরের ওপর দিল্লি সীমান্ত অবরোধ করে বসে আছেন। দাবি, তিনটি কেন্দ্রীয় কৃষি আইন বাতিল করতে হবে।

এর আগেও মালিক কৃষকদের সমর্থনে মুখ খুলে বলেন, ওঁদের অপমান করা যাবে না।

মালিক অতীতে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন। সম্প্রতি একের পর এক হত্যাকাণ্ডে অশান্ত কাশ্মীর। সাবেক জম্মু কাশ্মীর রাজ্যের গভর্নর পদে থাকাকালে সন্ত্রাসবাদীরা শ্রীনগরের ৫০ কিমি এলাকার মধ্যে ঢোকার সাহস পেত না বলেও দাবি করেন মালিক। পাথর ছোঁড়া, সন্ত্রাসবাদী দলে নিয়োগ কিছুই ছিল না, কেউ মারা যেত না। এখন তো জঙ্গিরা শহরের ভিতরেই খুনখারাবি করছে!

TwitterFacebookWhatsAppEmailShare

#Farmers Protest, #Satya Pal Malik, #bjp

আরো দেখুন