টিকাকরণের দৌড়ে দেশের মধ্যে তৃতীয় স্থানে উঠে এলো বাংলা
টিকাকরণের নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করল বাংলা। গুজরাতকে পিছনে ফেলে উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রের পরেই স্থান করে নিয়েছে বাংলা।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্ব। দেশে দেশে চলছে টিকাকরণ। আর তাতেও নজির গড়ল বাংলা। এক বছরের মধ্যে রাজ্যের ছ’কোটির বেশি মানুষের টিকাকরণ সেরে ফেলেছে রাজ্য সরকার। এমনকি বিধিনিষেধের ফলে উন্নতি হয়েছে বাংলার করোনা পরিস্থিতির। কমেছে সংক্রমণ। ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা।
১৮ই অক্টোবর বিকেল ৫:২০তে কো উইনের তথ্য অনুযায়ী রিপোর্ট বলছে রাজ্যে টিকা পেয়েছেন মোট ৬ কোটি ৭৩ লক্ষ ৪২ হাজার জন। আজ একদিনে রাজ্যে ৯ লক্ষ ৫৪ হাজার ৫১০ জনকে টিকা দেওয়া হয়েছে।
প্রথম স্থানে রয়েছে উত্তর প্রদেশ। উত্তর প্রদেশে মোট টিকা দেওয়া হয়েছে ১১ কোটি ৯৬ লক্ষ ১৭ হাজার ৭৪৩ জনকে। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। সেখানে মোট ৯ কোটি ১৯ লক্ষ ৪১ হাজার ৩৩৫ জনকে টিকা দেওয়া হয়েছে। বাংলার পরেই রয়েছে গুজরাত। সেখানে মোট ৬ কোটি ৭১ লক্ষ ৩২ হাজার ২৭৭ জন টিকা পেয়েছেন।