← দেশ বিভাগে ফিরে যান
দেশের মানুষের দুর্দশার জন্যে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করল বিরোধীরা
২০১৪ সাল এবং ২০২১ সালে বিভিন্ন খাতে দেশের অবস্থান তুলে ধরা হয়েছে টুইটে। যেখানে দেখা যাচ্ছে ক্ষুদার্থ মানুষের সংখ্যার নিরিখে ২০১৪ সালে ভারত ছিল বিশ্বে ৬৩ নম্বরে, ২০২১- এ টা নেমে হয়েছে ১০১। পাসপোর্টের গুরুত্বের নিরিখে ২০১৪- তে ভারত ছিল ৭৪ নম্বরে, এখন ৯০- তে। দেশের জনগণ কতোটা খুশি সেই হিসেবে ভারতের আগে অবস্থান ছিল ১১১- তে, এখন তা ১৩৯। গণতন্ত্রের নিরিখে আগে ভারত ছিল ৩৩ নম্বরে, এখন রয়েছে ৫৩ নম্বরে। সংবাদ পত্রের স্বাধীনতার নিরিখে ভারত ছিল ১৪০ নম্বরে, এখন সেখানেও দুধাপ নেমে ১৪২ নম্বরে। লিঙ্গ ব্যবধানের হিসেবে আগে ভারত ছিল ১১৪- তে, এখন ১৪০- এ নেমে এসেছে।
দেশের মানুষের এই দুর্দশার জন্যে প্রধানমন্ত্রীকেই দায়ী করে আক্রমণ শানাল বিরোধীরা।