দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

চাপে গেরুয়া শিবির, মহুয়ার নেতৃত্বে শান্তিপুরে তৃণমূলে যোগ কয়েকশো বিজেপি নেতা-কর্মীর

October 20, 2021 | < 1 min read

হার কর জিতনেওয়ালো কো বাজিগর ক্যাহতে হ্যায়। শাহরুখের এই ডায়লগ যেন এবারের শান্তিপুর বিধানসভা উপ-নির্বাচনের থিম সং হয়ে গিয়েছে।

তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে প্রচারে বেরিয়ে যেভাবে বাইকে চড়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ঘুরছেন, তাতে আতঙ্কিত বিজেপি।

শান্তিপুর শহর অন্তর্গত বাগ আঁচড়া অঞ্চলে তৃণমূলের প্রার্থী ব্রজ কিশোর গোস্বামীকে সাথে নিয়ে প্রত্যেক বুথে বুথে নির্বাচনী প্রচার চলছে। সেখানেই দলে দলে বিজেপি নেতা এবং কর্মীরা তৃণমূলে যোগ দিলেন।

তাৎপর্যপূর্ণ ভাবে এই অঞ্চলের ২৬ নাম্বার বুথ থেকে প্রায় ৫০ টি বিজেপি পরিবারের ৪৫০ জন যোগ দিলো তৃণমূল কংগ্রেস । আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাগআঁচরা বাগ আঁচরা পঞ্চায়েত অঞ্চল থেকে বিজেপির সদস্য সমর্থক বৃন্দ তৃণমুলে যোগদান করায় সেখানে শাসক দলের অনেকটা শক্তি বৃদ্ধি হলো।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mahua Moitra, #Mamata Banerjee, #Shantipur, #tmc, #West Bengal Assembly Election 2021

আরো দেখুন