মাত্র ২৭৯ দিনে ১০০ কোটি ভ্যাকসিনের গণ্ডি পেরল দেশ, তৃতীয় স্থানে বাংলা
এক বছরের অনেক কম সময়ে ১০০ কোটি টিকাকরণের রেকর্ডে পৌঁছে গেল ভারত। বিশ্বের আর কোনও দেশ এই বিপুল পরিমাণ টিকাকরণের ধারেকাছে যেতে পারেনি।
এদিকে টিকাকরণের নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করল বাংলা। গুজরাতকে পিছনে ফেলে উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রের পরেই স্থান করে নিয়েছে বাংলা, বলছে সরকারি কো-উইন পোর্টাল।
১০০ কোটি টিকাকরণের এই দিনটিকে বিশেষভাবে উদযাপনও করবে সরকার। সরকারি সূত্রের খবর ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দিল্লির লালকেল্লায় দেশের সবচেয়ে বড় জাতীয় পতাকাটি উত্তোলন করা হবে। দল হিসাবে বিজেপিও সরকারের এই সাফল্যের ব্যাপক ফায়দা তোলার সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনে টিকাকরণের এই রেকর্ডের ফায়দা তুলতে মরিয়া গেরুয়া শিবির।
এদিকে রেকর্ড টিকাকরণের দিনে কিছুটা বেড়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। এদিন দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪৫৪ জন। এই মুহূর্তে দেশের অ্যাকটিভ কেস ১ লক্ষ ৭৮ হাজার ৮৩১। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। যা মার্চ মাসের পর সর্বোচ্চ। লাগাতার টিকাকরণের জেরেই এই মাইলস্টোনে পৌঁছানো সম্ভব হয়েছে।