বিনোদন বিভাগে ফিরে যান

করোনায় আক্রান্ত টলিউডের ‘খোকা’ অনির্বাণ

October 21, 2021 | 2 min read

করোনা আক্রান্ত অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। গত ৮ দিন ধরে উপসর্গহীন সংক্রমণে ভুগছেন টলিউডের ‘খোকা’। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। পরিবার সূত্রে খবর, এখন অনেকটাই ভাল আছেন অভিনেতা। ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ ও খাবার খাচ্ছেন। 

Actor Anirban

১০ অক্টোবর মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘গোলন্দাজ’। ছবিতে ভার্গবের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ। ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন তিনি। তারপর কিছুদিন পরই নাকি অসুস্থ বোধ করেন তিনি। করোনা (Coronavirus) পরীক্ষা করান অনির্বাণ। পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে বিশেষ উপসর্গ নেই অভিনেতার শরীরে। বাড়িতেই নিজেকে আলাদা রেখেছেন তিনি। অনির্বাণের বাড়ির আরও কোনও সদস্যের শরীরে কোভিড-১৯ (COVID-19) ভাইরাস নেই বলেই জানা গিয়েছে।

Bengali Actor Anirban Bhattacharya

বিনোদন জগতে করোনার থাবা নতুন নয়। বলিউড তো বটেই বিগত কয়েকদিনে টলিউডের অনেকেরই করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। গত বছরই কোভিড আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক, রঞ্জিৎ মল্লিক, অপরাজিতা আঢ্যরা। চলতি বছরে কৌশিক গঙ্গোপাধ্যয়ের করোনা আক্রান্ত হওয়ার কথা জানা যায়। তার আগে এপিলের দ্বিতীয় সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছিলেন কৌশিকপুত্র উজান। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও করোনা আক্রান্ত হয়েছিলেন। ছোট্ট যুবানকে ছেড়ে আইসোলেশনে থাকতে হয়েছিল তাঁকে। প্রত্যেকেই করোনাকে হার মানিয়েছেন। 

‘গোলন্দাজ’-এর মুক্তির পরও একগুচ্ছ সিনেমা ও সিরিজ রয়েছে অনির্বাণের হাতে।  ৪ নভেম্বর থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে ব্যোমকেশ সিরিজের নতুন এপিসোড। এবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘চোরাবালি’ কাহিনি অবলম্বনে তৈরি করা হয়েছে এপিসোডগুলি। 

Byomkesh

এছাড়াও মুক্তির অপেক্ষায় ‘মন্দার’। হইচইয়ের এই প্রজেক্টের মাধ্যমেই পরিচালক হিসেবে টলিউডে নিজের সফর শুরু করছেন অনির্বাণ। বলিউডেও ডেবিউ করছেন অভিনেতা। রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherji) নতুন ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’তে দেখা যাবে তাঁকে। কিছুদিন আগে সেই ছবির শুটিংও শেষ করেছেন বলে খবর। আপাতত প্রিয় তারকার কোভিডমুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Tollywood, #covid19, #Anirban Bhattacharya

আরো দেখুন