জল্পনার অবসান, কোহলির পর টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হচ্ছেন রোহিতই
জল্পনার অবসান। বিরাট কোহলির পর টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মাই। এমনটাই খবর বিসিসিআই সূত্রে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই অধিনায়ক হিসাবে সরকারিভাবে রোহিতের নাম ঘোষণা করা হবে।
সংযুক্ত আরব আমিরশাহীতে (United Arab Emirates) আয়োজিত বিশ্বকাপের পরই টি-২০-র অধিনায়কত্ব ছাড়ছেন। মাসখানেক আগেই জানিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাটিংয়ে মনোসংযোগ করতেই এই সিদ্ধান্ত নেন বিরাট। কোহলির জায়গায় অধিনায়ক হওয়ার দৌড়ে স্বভাবতই সবচেয়ে এগিয়ে ছিলেন সহ-অধিনায়ক রোহিত শর্মাই। নাম ভেসে আসছিল কে এল রাহুল বা বুমরাহর মতো তারকাদেরও। বুধবার জানা গেল রোহিতকেই অধিনায়ক হিসাবে বেছে নিতে চলেছে বোর্ড। যার অর্থ, বিশ্বকাপের পরই ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টে আমুল বদল আসতে চলেছে। কোচ রবি শাস্ত্রীও (Ravi Shastri) সরছেন। বদলাচ্ছে কোচিং স্টাফের একাধিক সদস্যও। এবার জানা গেল নতুন টি-২০ অধিনায়কের নামও।
রোহিতই যে আগামী দিনে টি-২০তে ভারতের অধিনায়ক হতে চলেছেন সেই ইঙ্গিত অবশ্য বুধবার মিলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচেও। এদিনই কোহলির বদলে ভারতের অধিনায়ক পদে দেখা গিয়েছে রোহিতকে। দলে বিরাটের উপস্থিতিতেই অধিনায়কত্ব করেছেন রোহিত। চমকপ্রদভাবে রোহিত অধিনায়ক হয়ে অজিদের বিরুদ্ধে কোহলিকে বলও করিয়েছেন।
প্রসঙ্গত, অধিনায়ক হিসাবে রোহিত চূড়ান্ত সফল। তাঁর অধিনায়কত্বে চারবার আইপিএল (IPL) জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ভারতীয় দলের অধিনায়ক হিসাবেও তাঁর জয়ের পরিসংখ্যান চমকপ্রদ। অধিনায়ক হিসাবে এশিয়া কাপের (Asia Cup) মতো ট্রফিও জিতেছেন তিনি। এখন দেখার আগামী দিনে ফুল টাইম অধিনায়ক হিসাবে রোহিত কতটা সফল হন।