রাজ্য বিভাগে ফিরে যান

গোহারা হারের পর এবার পুরভোটেও কেন্দ্রীয় বাহিনী চাইল রাজ্য বিজেপি

October 21, 2021 | < 1 min read

একুশের নির্বাচনে বিপর্যস্ত হয়েছে গেরুয়া শিবির। তার পরেও হাল ছাড়তে নারাজ বঙ্গ বিজেপি। রাজ্যে এখনও উপনির্বাচন সম্পন্ন হয়নি, তার আগে এবার পুরভোটেও কেন্দ্রীয় বাহিনীর দাবি তুললেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, রাজ্য পুলিশ দিয়ে শান্তিপূর্ণ ভোট করানো সম্ভব নয়। তাই পুরভোটেও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের পক্ষে জোর সওয়াল করলেন রাজ্য বিজেপি সভাপতি।

গত লোকসভা নির্বাচন রাজ্যে বিজেপি কিছুটা অক্সিজেন পেলেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েও একুশের বিধানসভা নির্বাচন ও পরবর্তী রাজ্যের উপনির্বাচনে একেবারেই মুখ থুবড়ে পড়েছে বিজেপি। যদিও বিজেপি নেতাদের অভিযোগ ভোটারদের ভয় দেখিয়ে ভোট করানো হয়। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করানো অসম্ভব। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে পুরভোট করানো হলে বিজেপি নাকি অনেক পুরসভা দখল করবে!

প্রসঙ্গত, করোনা অতিমারির জন্য কলকাতা-সহ রাজ্যের মোট ১১২টি পুরসভায় ভোট স্থগিত রয়েছে। তবে ধাপে ধাপে সেই ভোট সম্পূর্ণ করতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর ডিসেম্বরেই রাজ্যে পুর-ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরভোট পর্ব পরিচালনায় কত পুলিশ, কত ভোটকর্মী প্রয়োজন তার হিসাবে ইতিমধ্যে সম্পূর্ণ। তবে এই মূহুর্তে রাজ্যে এখনও চার কেন্দ্রে উপনির্বাচন বাকি। সেই উপনির্বাচনের আগেই পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি করল বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Municipal elections, #Dr Sukanta Majumdar, #centralforce, #BJP Bengal

আরো দেখুন