উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পর্যটকদের ফেরাতে উদ্যোগ রাজ্য সরকারের, অতিরিক্ত বাস এনবিএসটিসির

October 21, 2021 | < 1 min read

প্রাকৃতিক বিপর্যকের কারণে পাহাড়ে বহু পর্যটক আটকে গিয়েছেন। আবার অনেক পর্যটক বেড়াতে এসে পাহাড়, ডুয়ার্সে যেতে পারছেন না। এই পরিস্থিতিতে তাঁদের কলকাতা ফিরে যাওয়ার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের পক্ষ থেকে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে।

বুধবার থেকেই দু’টি কলকাতাগামী অতিরিক্ত বাস শিলিগুড়ি জংশন থেকে চালানো শুরু হয়েছে। যেসমস্ত যাত্রী পাহাড় থেকে নেমে আসছেন তাঁরা ওই বাসে কলকাতা ফিরতে পারবেন। আবার অনেকে পাহাড়ে বেড়াতে এসে এই মুহূর্তে পাহাড়ে উঠতে পারছেন না তাঁরাও ওই বাসগুলিতে কলকাতায় ফিরে যেতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tourism, #bus, #NBSTC

আরো দেখুন