দেশ বিভাগে ফিরে যান

সংসদে জাতীয় শিক্ষা নীতি পেশ না-করে কেন আরএসএসের কাছে পেশ করা হচ্ছে? কেন্দ্রকে প্রশ্ন বিরোধীদের

October 22, 2021 | < 1 min read

জাতীয় শিক্ষা নীতি নিয়ে এখনও সংসদে আলোচনা করেনি মোদী সরকার। কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আরএসএস নেতৃত্বের সামনে জাতীয় শিক্ষা নীতির খুঁটিনাটি তুলে ধরলেন। সংসদে জাতীয় শিক্ষা নীতির বিশদ বিবরণ পেশ না-করে তা কেন আরএসএসের সামনে পেশ করা হচ্ছে, আজ বিরোধীরা সেই প্রশ্ন তুলেছেন।

মঙ্গল ও বুধবার আরএসএসের বৈঠকে জাতীয় শিক্ষা নীতি নিয়ে আলোচনা হয়। ধর্মেন্দ্র প্রধান সেখানে শিক্ষা নীতির রূপায়ণ, পাঠ্যপুস্তকে পরিবর্তনের পরিকল্পনা, পরীক্ষার ধাঁচ বদলের পরিকল্পনা তুলে ধরেন। আরএসএস বহু দিন ধরেই মাতৃভাষায় শিক্ষার দাবিতে সরব। নতুন শিক্ষা নীতিতে সে দিকে জোর দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তকে ইতিহাসের বদল নিয়েও সরব আরএসএস। সঙ্ঘের মত, ইতিহাস বইয়ে এ দেশে বিদেশি শক্তির আক্রমণের কথা বেশি লেখা রয়েছে। ভারতীয়রা যে প্রতিরোধ করেছিলেন, তাতে কম জোর দেওয়া হয়েছে। বৈঠকে আরএসএসের শিক্ষা বর্গ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিনিধিরা হাজির ছিলেন।

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রশ্ন, “এর পরেও কি সন্দেহ থাকে, কারা মোদী সরকারের আসল প্রভু?’’

TwitterFacebookWhatsAppEmailShare

#RSS, #Dharmendra Pradhan, #National Education Policy, #Education Minister

আরো দেখুন