দেশ বিভাগে ফিরে যান

মমতার সফরের আগেই সুখবর, তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে চায় গোয়া ফরওয়ার্ড পার্টি

October 22, 2021 | < 1 min read

উত্তরবঙ্গ থেকে ফিরেই ২৮ অক্টোবর গোয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগেই এল বড় খবর। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে আগ্রহী গোয়া ফরওয়ার্ড পার্টি। এই জোট হলে তা যে বিজেপি, কংগ্রেসের আরও বড় মাথাব্যথার কারণ হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না৷

ইতিমধ্যেই গোয়া ফরওয়ার্ড পার্টির নেতাদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা যাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রীকে দুর্গার সঙ্গে তুলনা করেছেন দলের কার্যকরী সভাপতি কিরণ কানডোলকর। একই সঙ্গে বিজেপিকে তুলনা করেছেন অসুরের সঙ্গে। মমতাকে প্রশংসায় ভরিয়ে দিয়ে তিনি বলেছেন, ‘গোয়ায় অসুরের রাজত্ব শেষ করতে পশ্চিমবঙ্গ থেকে মা দুর্গাকে নিয়ে আসতে হবে’৷
আগামী বছরের শুরুতেই গোয়ায় নির্বাচন৷ তৃণমূল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা গোয়ার নির্বাচনে লড়বে৷ শেষ পর্যন্ত গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে তৃণমূলের জোট হলে গোয়ার রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে৷ একটি সর্বভারতীয় সংবাদমধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কিরণ কানডোলকর স্বীকার করে নিয়েছেন যে আগামী বিধানসভা নির্বাচনে জোট গঠনের জন্য তৃণমূলের সঙ্গে গোয়া ফরওয়ার্ড পার্টির আলোচনা শুরু হয়েছে৷

প্রসঙ্গত, ২০১৬ সালে পথ চলা শুরু করেছিল গোয়া ফরওয়ার্ড পার্টির৷ গত বিধানসভা নির্বাচনে চারটি আসনে প্রার্থী দিয়ে তিনটি আসনে জয়লাভ করেছিল তাঁরা৷ কংগ্রেসের পাশাপাশি বিজেপি-রও জোটসঙ্গী হয়েছে গোয়ার এই রাজনৈতিক দলটি৷ গোয়ায় বিজেপি-র নেতৃত্বাধীন সরকার গঠনেও গোয়া ফরওয়ার্ড পার্টির বড় ভূমিকা ছিল৷ প্রথমে কংগ্রেসের সঙ্গে জোটের কথা বললেও শেষ পর্যন্ত গোয়া ফরওয়ার্ড পার্টির সমর্থনেই গোয়ায় সরকার গঠন করেছিল বিজেপি৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Goa, #goa forward party

আরো দেখুন