রাজ্য বিভাগে ফিরে যান

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকল রাজ্যের ১ কোটি মহিলার অ্যাকাউন্টে

October 22, 2021 | < 1 min read

বৃহস্পতিবার এক কোটির বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। নবান্ন সূত্রে খবর, তাঁদের অ্যাকাউন্টে এদিন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের টাকা ঢুকে গিয়েছে।

এই প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্য সরকারের খরচ হয়েছে ১,০৮২ কোটি টাকা। বাকি ৫৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অতি দ্রুত টাকা পৌঁছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই কল্পতরু মমতা। প্রতিশ্রুতি মতো মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের কাজও শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সাড়াও মিলেছে ব্যাপক। এক মাসেরও কম সময়ে এক কোটিরও বেশি ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র আবেদন পত্র জমা পড়েছিল দুয়ারে সরকারের বুথগুলোয়। ক্রমে সেই টাকা ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Lakshmir Bhandar

আরো দেখুন