দেশ বিভাগে ফিরে যান

১৪ বছর পর আবার বাড়তে চলছে দেশলাইয়ের দাম

October 23, 2021 | < 1 min read

শেষ বার দাম বেড়েছিল ২০০৭ সালে। ১৪ বছর পর আবার বাড়তে চলছে দেশলাইয়ের দাম। এ বার একটি দেশলাই বাক্সের দাম এক টাকার পরিবর্তে বিক্রি হবে দু’টাকায়। আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে নয়া দাম। পাঁচটি বড় দেশলাই প্রস্তুতকারক সংস্থার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০০৭ সালে ৫০ পয়সা থেকে বেড়ে দেশলাই বাক্সের দাম হয়েছিল এক টাকা।

প্রস্তুতকারক সংস্থাগুলির বক্তব্য, দেশলাই তৈরি করতে যে ১৪টি কাঁচামাল লাগে, তার অধিকাংশেরই দাম বেড়েছে সাম্প্রতিক কালে। যেমন, রেড ফসফরাসের দাম ৪২৫ টাকা থেকে বে়ড়ে হয়েছে ৮১০ টাকা। ৫৮ টাকার পরিবর্তে মোম বিকোচ্ছে ৮০ টাকায়। শুধু তাই নয়, বাক্স তৈরির কাগজ, স্প্লিন্ট, পটাশিয়াম ক্লোরেট, সালফারের দামও বেড়েছে গত ১০ অক্টোবরের পর।

TwitterFacebookWhatsAppEmailShare

#price, #match box

আরো দেখুন