← রাজ্য বিভাগে ফিরে যান
করোনা সংক্রমণ নিয়ে মুখ্যসচিবের নয়া নির্দেশ
অনেক ক্ষেত্রেই করোনার দুটি টিকা নেওয়ার পরেও অনেকে করোনা আক্রান্ত হচ্ছেন। এটা যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে সরকারের। আজ শনিবার সব জেলাশাসক, জেলা স্বাস্থ্য অধিকর্তা এবং পুলিস কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী।
এই বিষয়ে সচেতন করে কয়েকটি নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। যার মধ্যে মাইক্রো কনটেইনমেন্ট জোন তৈরির বিষয়টিতে যেমন জোর দিতে বলেছেন তিনি। তেমনই তিনটি ‘টি’ অর্থাৎ ‘টেস্টিং’, ‘ট্র্যাকিং’ ও ‘ট্রিটমেন্ট’-এর দিকেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এছাড়া, রাতের বিধি নিষেধ, কনটেইনমেন্ট জোন ও মাস্কের ব্যবহারের বিষয়ে পুলিসকে প্রয়োজনে কঠোর হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।