দেশ বিভাগে ফিরে যান

বিজেপিকে একটিও ভোট নয়, কৃষকদের মেগা সমাবেশ কর্মীসূচী ঘিরে চাপে যোগী সরকার

October 23, 2021 | 2 min read

বিজেপিকে একটিও ভোট নয়। ‘মিশন উত্তরপ্রদেশ’ নিয়ে যোগী সরকারের উপর আরও চাপ বাড়াচ্ছেন আন্দোলনকারী কৃষকরা। এবার খোদ যোগীরাজ্যের রাজধানী শহরেই কিষান মহাপঞ্চায়েতের প্রস্তুতি নিচ্ছেন বিক্ষোভরতরা। আগামী মাসেই লখনউয়ে হতে চলেছে কেন্দ্রের তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের মেগা সমাবেশ। আর এই কর্মসূচিকে ঘিরেই যোগী সরকার তো বটেই, এমনকী উদ্বিগ্ন হয়ে পড়েছে কেন্দ্রের মোদী সরকারও। তবে শুধুমাত্র লখনউয়ে কৃষকদের মেগা সমাবেশই নয়। দিল্লির সীমানাগুলিতে কেন্দ্রের তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক আন্দোলনের ১১ মাস পূর্তিতে আগামী ২৬ অক্টোবর ফের সারা দেশে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন বিক্ষোভরত চাষিরা। যাকে কেন্দ্র করে আরও একবার উত্তাল হতে চলেছে কৃষক আন্দোলন।

সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, আন্দোলনের ১১ মাস পূর্তিতেই লখনউয়ে কিষান মহাপঞ্চায়েতের আয়োজন করার কথা ভাবা হয়েছিল। কিন্তু আবহাওয়া পরিস্থিতি এবং ফসল বোনার সময়, এই দুইয়ের কথা মাথায় রেখেই ওই কর্মসূচি কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামী ২২ নভেম্বর লখনউয়ে মেগা সমাবেশের আয়োজন করবেন কৃষকরা।’ উল্লেখ্য, আগামী বছরই গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড সহ পাঁচটি রাজ্যে। গত সেপ্টেম্বর মাসের গোড়ায় পশ্চিম উত্তরপ্রদেশের মুজফফরনগরে কিষান মহাপঞ্চায়েতের আয়োজন করে ‘মিশন উত্তরপ্রদেশ’-এর সূচনা করেছেন আন্দোলনকারী কৃষকরা। যার মূল স্লোগানই হল, ‘কৃষক বিরোধী বিজেপিকে একটিও ভোট নয়।’বিজেপিকে হারানোর বার্তা দেওয়ার পাশাপাশিই তাই লখিমপুর ইস্যুতেও গেরুয়া শিবিরের উপর চাপ বৃদ্ধির কৌশল নিচ্ছেন কৃষকরা। সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, ‘আগামী ২৬ অক্টোবর দেশ জুড়ে যে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে, সেখানে অন্যান্য ইস্যুর পাশাপাশি লখিমপুর কাণ্ডের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির গ্রেপ্তারি এবং বরখাস্তের দাবিতেও সরব হবেন বিক্ষোভকারীরা।’ বৃহস্পতিবার সিঙ্ঘু সীমানায় বৈঠক করেন কৃষক নেতারা। কিষান মোর্চার হুঁশিয়ারি, ‘যতদিন তাঁদের দাবি মানা না হচ্ছে, ততদিন আন্দোলন তো চলবেই, একইসঙ্গে বিজেপি ও তার সহযোগী দলগুলির বিধায়ক, সাংসদ, নেতাদের কোনও অনুষ্ঠানে কালো পতাকা দেখানো হবে। বাদ যাবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।’ এদিকে, লখিমপুর কাণ্ডে নিহত এক বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার জন্য যোগেন্দ্র যাদবকে এক মাসের জন্য সাসপেন্ড করেছে সংযুক্ত কিষান মোর্চা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #bjp, #Farmers' protest

আরো দেখুন