খেলা বিভাগে ফিরে যান

টি২০ বিশ্বকাপ: ৫৫ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজ, ৮.২ ওভারে ম্যাচ জিতলো ইংল্যান্ড

October 23, 2021 | < 1 min read

দু’বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ এ বারের প্রতিযোগিতায় প্রথম ম্যাচেই বিরাট ধাক্কা খেল। ৬ উইকেটে ইংলাক কাছে হেরে গেল তারা।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তারা শেষ হয়ে গেল মাত্র ৫৫ রানে। টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে রানের বিচারে এটি দ্বিতীয় সর্বনিম্ন। সব থেকে কম রানও ওয়েস্ট ইন্ডিজেরই (৪৫)। টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বের খেলায়ও এটি দ্বিতীয় সর্বনিম্ন রানের ইনিংস। রেকর্ড নেদারল্যান্ডসের। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৯ রানে শেষ হয়ে গিয়েছিল। মাত্র ২ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের মেরুদণ্ড ভেঙে দিলেন আদিল রশিদ।

এরপর ওয়েস্ট ইন্ডিজের ৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৫৬ রান তুলে নেয়। ৩টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন বাটলার। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৭ রান করে নট-আউট থাকেন মর্গ্যান। ৭০ বল বাকি থাকতে ৬ উইকেটের দাপুটে জয় হয় ইংল্যান্ডের।

চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। উল্লেখ্য, শেষবার ২০১৬ টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় ক্যারিবিয়ানরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#England, #T20 World Cup, #West Indies

আরো দেখুন